ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

প্রোটিয়াদের বিপক্ষে অজিদের প্রথম টেস্টের একাদশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৬
প্রোটিয়াদের বিপক্ষে অজিদের প্রথম টেস্টের একাদশ ছবি: সংগৃহীত

ঢাকা: একদিন বাদেই শুরু অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের টেস্ট সিরিজ। এরই মধ্যে পার্থ টেস্ট সামনে রেখে একাদশ ঘোষণা করেছেন অজি অধিনায়ক স্টিভেন স্মিথ।

সম্প্রতি প্রোটিয়াদের মাটিতে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের লজ্জায় ডোবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এবার তাদের সামনে টেস্ট সিরিজের চ্যালেঞ্জ।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) পার্থের ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন (ওয়াকা) গ্রাউন্ডে প্রথম টেস্টে মুখোমুখি হবে দু’দল। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায়।

ইনজুরি কাটিয়ে মাঠে ফিরছেন পেসার পিটার সিডল। গত ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টের পর থেকেই তিনি ক্রিকেটের বাইরে। অন্যদিকে, দ. আফ্রিকা সফরে ওয়াডেতে অভিষিক্ত পেসার জো মেনি ১২তম খেলোয়াড় হিসেবে থাকবেন বলেও জানিয়েছেন স্মিথ।

পার্থ টেস্টের অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, শন মার্শ, উসমান খাজা, স্টিভেন স্মিথ (অধিনায়ক), অ্যাডাম ভোজেস, মিচেল মার্শ, পিটার নেভিল (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, পিটার সিডল, জস হ্যাজেলউড, নাথান লিওন।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।