ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

রোহিত-রাহুল-ধাওয়ানকে পাচ্ছে না ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৬
রোহিত-রাহুল-ধাওয়ানকে পাচ্ছে না ভারত রোহিত শর্মা, লোকেশ রাহুল ও শিখর ধাওয়ান/ছবি: সংগৃহীত

ঢাকা: ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্টের দল ঘোষণা করেছে ভারত। কিন্তু দুঃসংবাদ বয়ে এনেছে রোহিত শর্মা, লোকেশ রাহুল ও শিখর ধাওয়ানের ইনজুরি।

তিন গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানকেই মিস করবে টিম ইন্ডিয়া। অন্যদিকে, টেস্ট স্কোয়াডে অভিষিক্ত হয়েছেন অলরাউন্ডার হার্দিক পাণ্ডে।

অসুস্থতাজনিত কারণে নিউজিল্যান্ড সিরিজ (টেস্ট) মিস করা পেসার ইশান্ত শর্মা ১৫ সদস্যের দলে ফিরেছেন। কিউইদের বিপক্ষে দ্বিতীয় টেস্টে পাওয়া হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে উঠলেও প্রথম শ্রেণির ক্রিকেট না খেলায় ‍ভুবনেশ্বর কুমারকে রাখা হয়নি।

বাংলাদেশের বিপক্ষে ১-১ সমতায় টেস্ট সিরিজ শেষের পর ইংলিশদের সামনে এবার ভারতকে মোকাবেলার চ্যালেঞ্জ। রাজকোটে আগামী ৯ নভেম্বর পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটি শুরু হবে। টেস্ট শেষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দু’দল।

প্রথম দুই টেস্টের ভারত স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), রবিচন্দ্রন অশ্বিন, গৌতম গম্ভীর, রবিন্দ্র জাদেজা, অমিত মিশ্র, মোহাম্মদ শামি, চেতশ্বর পুজারা, অজিঙ্কা রাহানে, হৃদ্দিমান সাহা, করুন নায়ার, মুরালি বিজয়, উমেশ যাদব, হার্দিক পাণ্ডে, ইশান্ত শর্মা, জয়ন্ত যাদব।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।