ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

বোলিং কোচ হয়ে পাকিস্তানে ফিরছেন আজহার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৬
বোলিং কোচ হয়ে পাকিস্তানে ফিরছেন আজহার আজহার মাহমুদ-ছবি:সংগৃহীত

ঢাকা: পাকিস্তান জাতীয় দলে দুই বছরের জন্য বোলিং কোচের দায়িত্ব পেলেন দেশটির সাবেক অলরাউন্ডার আজহার মাহমুদ। আগামী নভেম্বরে নিউজিল্যান্ড সফরে প্রথম অ্যাসাইন্টম্যান্ট পালন করবেন তিনি।

এর আগে গত এশিয়া কাপে মুশতাক আহমেদের পরিবর্তে স্বল্প সময়ের জন্য পাকিস্তানের বোলিং কোচ ছিলেন ৪১ বছর বয়সী এ তারকা। পরে অবশ্য টি-টোয়েন্টি বিশ্বকাপে মুশতাকের সঙ্গেই কাজ করেছিলেন তিনি।

গত ইংল্যান্ড সফরের পর থেকেই বোলিং কোচ ছাড়া রয়েছে পাকিস্তান। যেখানে পিসিবি বিভিন্ন প্রার্থীর খোঁজে ছিল। এর আগে তারা সাবেক ফাস্ট বোলার আকিব জাভেদকেও মনোনীত করেছিল। তবে আকিব পিএসএলের দল লাহোর ক্যালান্ডারসের কোচ থাকায় এ দায়িত্ব নিতে চাননি।

এদিকে প্রায় এক বছর ধরে বিভিন্ন আন্তর্জাতিক দলের কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে আজহারের। তবে ২০০৭ সালে পাকিস্তান দল থেকে অবসরের পর প্রায় ১০ বছর বাদে জাতীয় দলে আবারও ফিরছেন তিনি। অবসর নেওয়ার পর নানান দেশের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লিগে খেলে যাচ্ছেন তিনি। খেলেছেন ইংল্যান্ড, ভারত, বাংলাদেশ, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের লিগে।

আগামী ৪ নভেম্বর নিউজিল্যান্ডে পা রাখবে পাকিস্তান। যেখানে ক্রাইসচার্চ ও হ্যামিল্টনে দু’দল দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, ০২ নভেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।