ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ক্রিকেট

রাজশাহী কিংসের প্রেরণার কেন্দ্রবিন্দুতে মিরাজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৬
রাজশাহী কিংসের প্রেরণার কেন্দ্রবিন্দুতে মিরাজ মেহেদি হাসান মিরাজ-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: এইতো সেদিন ইংল্যান্ডের বিপক্ষে এক টেস্টের দুই ইনিংসে ১২ উইকেট নিয়ে দলটির বিপক্ষে প্রথমবারের মত ১০৮ রানে ঐতিহাসিক জয়ের গৌরব এনে দিলেন টাইগার অফস্পিনার মেহেদি হাসান মিরাজ। শুধু কী তাই? অভিষিক্ত টেস্ট সিরিজে ১৯ উইকেট নিয়ে জেমস ফেরিসকোর ১২৯ বছেরের রেকর্ডটিও গুড়িয়ে দিয়েছেন তিনি।

সেই মিরাজ এবারের বিপিএলে খেলেছেন রাজশাহী কিংসের হয়ে। আর মিরাজের উপস্থিতি বিপিএলের এবারের আসরে নবাগত রাজশাহীর কিংসের জন্য নাকি বিশেষ প্রেরণা হিসেবে কাজ করবে বলে জানালেন তারই সতীর্থ নুরুল হাসান সোহান।

বুধবার (২ নভেম্বর) মিরপুর ক্রিকেট একাডেমিতে দলের অনুশীলন শেষে তিনি এ কথা বলেন। মিরাজের দলে থাকায় উচ্ছ্বাসিত সোহান আরও বলেন, ‘এটা অনেক বড় একটা ব্যাপার। শেষ যে টেস্ট সিরিজ হয়েছে সেখানে প্রায় ও একাই ভালো পারফরম্যান্স করে বাংলাদেশকে জিতিয়েছে। এটা আমাদের অনেক বেশি কাজে দিবে, ও থাকাটা আমাদের অনেক বেশি অনুপ্রাণিত করবে। মূল জিনিসটা হচ্ছে মাঠে পারফরম্যান্স করতে হবে। ও আমাদের সাপোর্ট দিবে। আর আমাদের ওকে সাপোর্ট দিতে হবে যাতে ও আরও ভালো পারর্ফম করতে পারে। ’

মিরাজ তো আছেনই, তারুণ্যনির্ভর এই দলটিতে দেশি প্রতিশ্রুতিশীল আরও আছেন জাতীয় দলের অলরাউন্ডার সাব্বির রহমান, ব্যাটসম্যান মুমিনুল হক, রনি তালুকদার ও নতুন পেস সেনসেশন এবাদত হোসেন। পাশাপাশি দলটির বিদেশি খেলোয়াড়দের তালিকাটিও মন্দ নয়, আছেন ক্যারিবীয় কাপ্তান ড্যারেন স্যামি, পাক পেসার মোহাম্ম সামি ও লংকান ব্যাটসম্যান উপুল থারাঙ্গা তাই দলের কম্বিনেশন নিয়ে টুর্নামেন্টে ভাল কিছু করতে আশাবাদী সোহান।

‘আমাদের দলটা অনেক তরুণ। দলের টিম স্পিরিট অনেক ভালো আছে। টি-টোয়েন্টিতে যেটা দরকার। আমার মনে হয় মাঠে আমরা শতভাগ দিতে পারবো। বাদবাকিটা দেখার বিষয় কতটুকু পারর্ফম করতে পারি। ’যোগ করেন সোহান
 
৪ নভেম্বর বিপিএলের উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানকে মোকাবেলে করবে রাজশাহী কিংস।
 
বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, ০২ নভেম্বর, ২০১৬
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।