ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ক্রিকেট

ক্যারিবীয়দের স্বপ্ন দেখাচ্ছেন ব্র্যাথওয়েট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৬
ক্যারিবীয়দের স্বপ্ন দেখাচ্ছেন ব্র্যাথওয়েট ছবি:সংগৃহীত

ঢাকা: ক্রেইগ ব্র্যাথওয়েটের ব্যাটে শারজাহ টেস্টে জয়ের স্বপ্ন দেখছে ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের দেওয়া ১৫৩ রানের টার্গেটে চতুর্থ দিন শেষে পাঁচ উইকেট হারিয়ে ১১৪ রান করেছে ক্যারিবীয়রা।

শেষ দিন বাকি পাঁচ উইকেটে ৩৯ রান করতে পারলেই জয় ধরা দেবে দলটির পায়ে।

তৃতীয় দিনে ৮৭ রানে চার উইকেট হারানো পাকিস্তান এদিন আরও ১২১ রান যোগ করে সবকটি উইকেট হারায়। দলের হয়ে দারুণ প্রতিরোধ গড়ে শেষ পর্যন্ত ৯১ রানে বিশুর বলে আউট হন ওপেনার আজহার আলী। দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান আসে উইকেটরক্ষক সরফরাজ আহমেদের ব্যাট থেকে।

ক্যারিবীয় বোলারদের মধ্যে পাঁচ উইকেট তুলে নেন অধিনায়ক জেসন হোল্ডার। তিন উইকেট পান দেবেন্দ্র বিশু।

স্বল্প টার্গেটের জয়ের লক্ষ্যে খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। তবে একপাশ আগলে রাখেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ব্র্যাথওয়েট। দিন শেষে ৪৪ রানে অপরাজিত থাকেন তিনি। তাকে যোগ্য সঙ্গ দিয়ে ৩৬ রানে মাঠ ছাড়েন শেন ডোরউইচ।

পাক বোলারদের মধ্যে তিনটি উইকেট পান লেগস্পিনার ইয়াসির শাহ। আর দুটি উইকেট পান ওহাব রিয়াজ।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, ০২ নভেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।