ঢাকা: ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের ২০১৬-১৭ মৌসুমের ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন মারলন স্যামুয়েলস ও ড্যারেন ব্রাভোর মতো বড় তারকারা। এবারের চুক্তিতে মোট ১২জন ক্রিকেটারকে নেওয়া হয়েছে।
বর্তমান ক্রিকেটারদের মধ্যে আরও বাদ পড়েছেন কার্লোস ব্র্যাথওয়েট। আর চুক্তিতে নেওয়া হয়নি দিনেশ রামদিন ও কেমার রোচকে। এছাড়া টেস্ট থেকে অবসর নেওয়ায় বাদ দেওয়া হয়েছে জেরম টেইলরকেও।
এদিকে নতুন করে চুক্তিতে নেওয়া হয়েছে আলজারি জোসেফ, রোস্টন চেজ, মিগুয়েল কামিন্স ও জোমেল ওয়ারিকনকে।
কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটাররা:
দেবেন্দ্র বিশু, জার্মেইন ব্ল্যাকউড, ক্রেইগ ব্রাথওয়েট, শেন ডোরউইচ, শ্যানন গ্যাব্রিয়েল, জেসন হোল্ডার, শাহি হোপ, লিওন জনসন, আলজারি জোসেফ, রোস্টন চেজ, মিগুয়েল কামিন্স, জোমেল কামিন্স।
ওয়েস্ট ইন্ডিজ সদ্যই আমিরাতের মাটিতে পাকিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ শেষ করলো। যেখানে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে হোয়াইওয়াশ হলেও তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম দুটি হারার পর শেষ ম্যাচটি জিতে নেয়।
বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ০৩ নভেম্বর, ২০১৬
এমএমএস