ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ক্রিকেট

প্রথম জয়ের দিকে তাকিয়ে সৌম্য

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৬
প্রথম জয়ের দিকে তাকিয়ে সৌম্য ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

মিরপুর থেকে: যে কোনো টুর্নামেন্টের প্রথম ম্যাচটি যে কোনো দলের জন্যই ভীষণ গুরুত্বপূর্ণ। কেননা ম্যাচটি হেরে গেলে দলটির আত্মবিশ্বাসে যে ধাক্কা লাগে তার ব্যাপ্তি থাকে পুরো টুর্নামেন্ট জুড়ে।

দেখা যায় অপেক্ষাকৃত সহজ গুলোও কঠিন হয়ে দাঁড়ায়। আর জিতে গেলে সম্পূর্ণ চিত্র। তুলনামূলক কঠিন জয়গুলোও সহজ হয়ে যায়। গুরুত্বপূর্ণ এই বিষয়টির সঙ্গে একমত পোষণ করছেন রংপুর রাইডার্স ব্যাটসম্যান সৌম্য সরকার।

শুক্রবার (৪ নভেম্বর) শের-ই-বংলা স্টেডিয়ামে বিপিএলের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সোয়া ৭টায় সৌম্যরা মোকাবেলা করবে খুলনা টাইটানসকে। ম্যাচটি এবারের বিপিএলে তাদের জন্য প্রথম, তাই জয় ভিন্ন কিছুই ভাবতে চাইছেন না এই টাইগার ওপেনিং ব্যাটসম্যান। আর এই জয়ে তাকে আশার আলো দেখাচ্ছে নিজেদের সেরা প্রস্তুতি।    

‘প্রথম ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ, দলের জন্য এবং ব্যক্তিগতভাবেও। প্রথম ম্যাচটা যদি আমরা জিতে থাকতে পারি তাহলে পরের ম্যাচের জন্য আমাদের খুব ভালো হবে। পরের ম্যাচে ওই ধারাবাহিকতাটা রাখতে পারলে আমাদের আত্মবিশ্বাসটা বাড়বে। যে ধরনের প্রস্তুতি নিয়েছি তা অবশ্যই ভালো। আশা করি প্রথম ম্যাচে ভালো কিছুই হবে। ’ ম্যাচের আগের দিন বৃহস্পতিবার (৩ নভেম্বর) মিরপুর একাডেমি মাঠে জানান সৌম্য।

যেখানে প্রস্তুতির পাশাপাশি তাকে জয়ের পথে আরও উজ্জ্বীবিত করছে দলের দেশি ও বিদেশি প্লেয়ারদের সমন্বয়। সতীর্থ হিসেবে স্বদেশীদের মধ্যে যেমন আছেন মোহাম্মদ মিঠুন, রুবেল হোসেন, সোহাগ গাজী, নাঈম ইসলাম ও ইলিয়াস সানির মতো প্রতিভাবান ক্রিকেটাররা তেমনি বিদেশি প্লেয়ারদের মধ্যে আছেন শহিদ আফ্রিদি, মোহাম্মদ শাহজাদ, শারজিল খান ও সাচিত্রা সেনানায়েকের মতো ম্যাচ উইনিং প্লেয়ারেরা।  
 
দারুণ প্রস্তুতি ও দলীয় সমন্বয় এই দুইয়ের সংমিশ্রনেই টুর্নামেন্টের শুরুটা জয় দিয়েই করতে চাইছেন রংপুরের এই আইকন ব্যাটসম্যান।  

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ৩ নভেম্বর ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।