ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ক্রিকেট

মিরাজে স্বপ্ন দেখছেন স্যামি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৬
মিরাজে স্বপ্ন দেখছেন স্যামি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

মিরপুর থেকে: রাজশাহী কিংসের হয়ে বিপিএল খেলতে ঢাকায় আসার আগেই ‘মিরাজের সতীর্থ হয়ে খেলার তর আর সইছে না’ বলে টুইট করেছিলেন দু’বারের টি-২০ বিশ্বকাপ জয়ী অধিনায়ক ড্যারেন স্যামি। অবশেষে ওয়েস্ট ইন্ডিজ তারকার সেই আশা পূরণ হতে যাচ্ছে।

 

শুক্রবার (৪ নভেম্বর) দুপুর আড়াইটায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে উদ্বোধনী ম্যাচ দিয়ে এবারের বিপিএল যাত্রা শুরু করবে স্যামির নেতৃত্বাধীন নবাগত রাজশাহী কিংস। আর এই ম্যাচে দলের সকল খেলোয়াড়দের মধ্যে সদ্য সমাপ্ত ইংল্যান্ড বধের নায়ক মেহেদি হাসান মিরাজের কাছেই সব চাইতে বেশি প্রত্যাশা করছেন স্যামি।
       
‘অবশ্যই মিরাজ আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আমি আজ ওর সাথে বাসে করে অনুশীলনে আসার সময় ওকে বলছিলাম, আমি তোমার কাছ থেকে দারুণ কিছু আশা করছি। কারণ সে খুবই তরুণ এবং ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচে যেভাবে নিজের দায়িত্ব পালন করেছে তাতে আমি ভীষণ আলোড়িত। তাই আমি আশা করছি সে বিপিএলেও সেরকমই কিছু করবে। ’
 
বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকেলে মিরপুর ক্রিকেট একাডেমি মাঠে এসব কথা তুলে ধরেন স্যামি। এদিন গণামাধ্যম কর্মীরা স্যামির কাছে জনতে চেয়েছিলেন বিদেশি একটি দলের অধিনায়ক হিসেবে তিনি তার কাজটি কতটুকু সফলতার সাথে করতে পারবেন?

স্যামির উত্তর ছিল দারুণ সাবলীল, ‘কাজটি সব সময়ই চ্যলেঞ্জিং। কিন্তু যখন আপনার দলে পেশাদার কিছু খেলোয়াড় থাকবে তখন তাদের নিয়ে অনেক কিছুই করা সম্ভব। আর এদের নিয়েই আমি আমার রাজশাহী কিংসকে সামনে এগিয়ে নিতে চেষ্টা করবো। ’
 
শুরুতেই চ্যালেঞ্জের মুখে পড়ছেন স্যামি। প্রথম ম্যাচেই যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি রাজশাহী। যে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। যিনি আগের তিন আসরেই বিজয়ী দলকে নেতৃত্ব দেন।

তাই প্রতিপক্ষ হিসেবে মাশরাফি ও তার দলকে বেশ সমীহ করেই কথা বললেন স্যামি, ‘মাশরাফি মানুষ হিসেবে যেমন ভালো তেমনি অধিনায়ক হিসেবেও। তাছাড়া ওরা দল হিসেবে ভালো বলেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। ’
 
স্যামি মাশরাফিদের সমীহ করছেন ঠিকই কিন্তু মাঠের লড়াইয়ে ছাড় দিতে চান না এতটুকুও, ‘যদি আমরা আমোদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারি তাহলে জয় কঠিন কিছু না। আর টি-টোয়েন্টিতে একজনই ম্যাচের ভাগ্য ঘুরিয়ে দিতে পারে। বিষয়টি শুধুই মোমেন্টামের। আর আমরা যদি সেই মোমেন্টামকে ধরে রাখতে পারি তাহলে টুর্নামেন্টে আমরা ভালো কিছু করতে পারবো। ’
 
বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, ৩ নভেম্বর, ২০১৬
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।