ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ক্রিকেট

উদ্বোধনী ম্যাচের আগে বৃষ্টি, টস জিতেছে রাজশাহী

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৬
উদ্বোধনী ম্যাচের আগে বৃষ্টি, টস জিতেছে রাজশাহী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: বছর ঘুরে আবারও এসেছে বিপিএল। সাতটি ফ্র্যাঞ্চাইজি দলের মধ্যে হবে চার-ছক্কার লড়াই।

কিন্ত এ আনন্দে বাঁধ সেধেছে প্রকৃতি। সকালের গুঁড়িগুঁড়ি বৃষ্টির প্রভাব এখনো কাটেনি। দুপুর আড়াইটায় প্রথম ম্যাচটি মাঠে গড়ানোর কথা থাকলেও মেঘে ঢাকা আকাশ ক্রমেই ভারী হয়ে উঠে। ম্যাচের টস হয়ে গেলেও বৃষ্টির কারণে মাঠে নামতে পারছেন না ক্রিকেটাররা।

টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী কিংস। বৃষ্টি থামলেই ব্যাটিংয়ে নামবে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লার ব্যাটসম্যানরা।

বৃষ্টির আগে কুমিল্লা ও রাজশাহীর অধিনায়ক উইকেট পরিদর্শন করেন মাঠে গিয়ে। দুই দলের ক্রিকেটাররাও অনুশীলনে মাঠে ছিলেন।

সন্ধ্যা সোয়া সাতটায় দ্বিতীয় ম্যাচে খুলনা টাইটান্সের প্রতিপক্ষ রংপুর রাইডার্স।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, ০৪ নভেম্বর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।