ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ক্রিকেট

ভোগান্তিতে মাঠে আসা দর্শকরা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৬
ভোগান্তিতে মাঠে আসা দর্শকরা ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: ঠিক সময়ে টস হলেও মাঠে গড়ায়নি বিপিএলের উদ্বোধনী ম্যাচ। বৃষ্টির কারণে কুমিল্লা ভিক্টোরিয়ান্স-রাজশাহী কিংসের ম্যাচটি পণ্ড হয়ে যায়।

শের-ই-বাংলা স্টেডিয়ামে দুপুর আড়াইটায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচটির।

বৃষ্টির আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রাজশাহীর অধিনায়ক ড্যারেন স্যামি।

রিজার্ভ-ডে না থাকায় প্রথম ম্যাচে রাজশাহীর সঙ্গে পয়েন্ট ভাগাভাগিই করতে হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লাকে।  

এদিকে প্রতিকূল আবহাওয়া ও গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন মাঠে আসা দর্শকরা। বৃষ্টিতে ভিজেই ম্যাচের জন্য অপেক্ষা করতে হয় পূর্ব গ্যালারি, গ্র্যান্ড স্ট্যান্ডের দর্শকদের। এ দুটি স্থানে ছাউনি না থাকায় দর্শকদের ভিজতে হয় বৃষ্টির পানিতে।

গ্যালারিতে বসা ভিক্টোরিয়ান্স সমর্থক আহসান হক হিমেল বাংলানিউজকে জানান, ‘মাশরাফি ভাইয়ের দলকে সমর্থন দিতে মাঠে এসেছি। কুমিল্লার সব ম্যাচেই মাঠে থাকবো। তবে প্রথম ম্যাচটা তো সব সময়ই আলাদা। শেষ পর্যন্ত খেলাটা হলে ভালো লাগতো। বৃষ্টিতে ভেজার কষ্ট সার্থক হতো। ’

দুপুর গড়াতেই স্টেডিয়াম এলাকায় ভিড় করতে শুরু করেন দর্শকরা। টসের আগেই স্টেডিয়ামের অর্ধেক অংশ পূর্ণ হয়ে যায় দর্শকে। প্রিয় দলের জার্সি গাঁয়ে জড়িয়ে, কেউ আবার ব্যানার হাতে স্লোগান তুলে প্রবেশ করেন স্টেডিয়ামে।

স্টেডিয়ামের এ উৎসবমূখর ভাব কেড়ে নেয় প্রতিকূল আবহাওয়া। প্রথম ম্যাচের আশা ছেড়ে অনেক দর্শকই দ্বিতীয় ম্যাচ উপভোগের অপেক্ষায় থাকেন। সন্ধ্যা সোয়া সাতটায় রংপুর রাইডার্সের মুখোমুখি হবে খুলনা টাইটান্স। এ ম্যাচটা হলেও তো পয়সা উসুল হয় দর্শকদের!  

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, ০৪ নভেম্বর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।