ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ক্রিকেট

বৃষ্টি মাথায় গ্যালারি মাতালেন আইয়ুব বাচ্চু

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৬
বৃষ্টি মাথায় গ্যালারি মাতালেন আইয়ুব বাচ্চু ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: বিপিএলের উদ্বোধনী ম্যাচ (কুমিল্লা-রাজশাহী) পণ্ডের ঘোষণা ততক্ষণে এসে গেছে। দুপুরে শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টি তখনও মাথার উপর।

শের-ই-বাংলা স্টেডিয়ামের গ্যালারিতে বসা দর্শকরা বিষন্ন চিত্তে অপেক্ষা করছিলেন দ্বিতীয় ম্যাচের জন্য।

হঠাৎই ভেসে এলো চেনা কণ্ঠের আওয়াজ ‘সেই তুমি কেন এত অচেনা হলে’। স্টেডিয়ামে এলআরবি’র উপস্থিতি টের পেতে দেরি হলো না দর্শকদের। মুহূর্তেই নীরবতা ভেঙে উত্তাল হয়ে উঠলো গ্যালারি। দর্শকরা সুর মেলালেন আইয়ুব বাচ্চুর সঙ্গে।

স্টেডিয়ামের আইরন গেটের (উত্তর দিকে) সামনে ছোট একটি মঞ্চ করা হয়েছে বিপিএল-কনসার্টের জন্য।

বিসিবি আগেই জানিয়ে দিয়েছিল গত কয়েকটি আসরের মতো এবার থাকছে না জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। এজন্যই ম্যাচ বিরতিতে দেশীয় শিল্পীদের অংশগ্রহণে কনসার্টের আয়োজন।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ০৪ নভেম্বর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।