ঢাকা: ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে বাংলাদেশ দল নিয়ে আশাবাদী মানুষ কমই পাওয়া গেছে। কে জানতো, ওয়ানডের পর টেস্টেও আসবে দিন বদলের পালা! চট্টগ্রাম টেস্টে লড়াইয়ের বিশ্বাস স্থাপন, ঢাকায় ফিরে টাইগারররা তুলে নিয়েছে অসাধারণ এক জয়।
জয়ের ধারা সামনের দিনে অব্যাহত থাকলেই তো বলা যাবে টেস্টে বদলেছে বাংলাদেশ। অলরাউন্ডার সাকিব আল হাসান বেশ আশাবাদী জয়ের ধারা ধরে রাখার ব্যাপারে।
শনিবার (০৫ নভেম্বর) আগারগাঁওয়ের এলজিইডি ভবনের সম্মেলন কক্ষে লিংক পেন’সের (Linc Pens) ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তি সাক্ষর অনুষ্ঠানে সাকিব বলেন, ‘এটা তো কেবল শুরু। সামনে এমন দিন আরও আসবে। ’
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়কে বাংলাদেশের সবচেয়ে বড় জয় উল্লেখ করে সাকিব বলেন, ‘টেস্ট ম্যাচ আমাদের তেমন জেতা হয়নি। ইংল্যান্ডের বিপক্ষে জয়টা অনেক বড় ব্যাপার। এজন্য সবাই গর্ববোধ করছে। বাংলাদেশের সবচেয়ে বড় জয় এটা। ’
ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। এর আগে ২২ সদস্যের প্রাথমিক দল দুই সপ্তাহের জন্য অনুশীলন ক্যাম্প করবে অস্ট্রেলিয়ার সিডনিতে।
সাকিবের মতে বিদেশ সফরে গিয়ে এখন আর ভীত থাকবে না বাংলাদেশ, ‘আগে সফরে গেলে আমরা ভীত থাকতাম। কেমন করি, চিন্তা থাকতো। বিশ্বকাপে ভালো খেলায় আমাদের আত্মবিশ্বাস বেড়েছে। পেসারররা খুব ভালো করছে। স্পিন-পেস দুটি ডিপার্টমেন্টই ভালো হচ্ছে। আশা করি ভালো কিছুই হবে। ’
নিউজিল্যান্ড সফরের আগে অস্ট্রেলিয়ায় ক্যাম্প হওয়ায় প্রস্তুতিটা ভালো হবে বলে মনে করছেন সাকিব, ‘ওখানে (নিউজিল্যান্ড) আমাদের জন্য সহজ হবে না। তাই প্রস্তুতি ভালো হওয়া উচিত। নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগে অস্ট্রেলিয়ায় আমাদের ক্যাম্প খুব কাজে দেবে। আশা করি ভালোভাবে প্রস্তুতি নিতে পারবো। ’
উইকেট নিয়ে সাকিব জানান, ‘বিদেশের উইকেটগুলো তাদের পছন্দ মতোই তৈরি করে। তবে, এখন থেকে আমাদের বোলিং ডিপার্টমেন্টের কথা মাথায় রেখেই বাইরের দেশগুলো তাদের উইকেট প্রস্তুত করবে। ’
বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, ০৫ নভেম্বর ২০১৬
এসকে/এমআরপি