মিরপুর থেকে: বিপিএলের চতুর্থ আসরে দারুণ শুরু করেছে রংপুর রাইডার্স। প্রথম দুটি ম্যাচেই তারা জিতেছে ৯ উইকেটের বড় ব্যবধানে।
কাগজে-কলমে বড় দল না হলেও মাঠের খেলায় এখন তারাই এগিয়ে। রংপুরের কোচ জাভেদ ওমর বেলিম অবশ্য এতেই তৃপ্ত হচ্ছেন না। তার লক্ষ্য জয়ের ধারাবাহিকতা ধরে রাখা।
শুক্রবার (১১ নভেম্বর) মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন শুরুর আগে জাভেদ ওমর বলেন, ‘প্রথম দু’টি ম্যাচ জেতায় দলের মাঝে আত্মবিশ্বাস বেড়েছে। স্পিনাররা খুবই ভালো করছে। জয়ের ধারাবাহিকতা ধরে রাখাই এখন লক্ষ্য। ’
‘কেবল দুটি ম্যাচ খেললাম। এখনই বলার সময় আসেনি কারা ফেভারিট। যা দেখলাম তাতে ঢাকা ডায়নামাইটস খুব ভালো দল। তবে মাঠে যারা ভালো খেলবে, ধারাবাহিকতা ধরে রাখবে তারাই চ্যাম্পিয়ন হবে। ’-যোগ করেন জাভেদ ওমর বেলিম।
মিরপুরের উইকেট নিয়ে রংপুর কোচের ভাষ্য, ‘স্পিনাররা হয়তো সুবিধা পাচ্ছে। আমাদের স্পিনাররা সেটি কাজে লাগাচ্ছে। সামনে হয়তো স্পোর্টিং উইকেট হবে। ’
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
এসকে/এমআরএম