মিরপুর থেকে: বিপিএলের গত আসরে হাই স্কোরিং ম্যাচ খুব কম দেখা গেছে। লো-স্কোরিং ম্যাচই হয়েছে বেশি।
চিটাগং ভাইকিংসের মিডলঅর্ডার ব্যাটসম্যান জহুরুল ইসলাম অমি অবশ্য এবারের আসরের উইকেট নিয়ে ইতিবাচক মন্তব্যই করলেন। শুক্রবার (১১ নভেম্বর) মিরপুরের একাডেমি মাঠে দলীয় অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন এ ক্রিকেটার।
তিনি বলেন, ‘নিঃসন্দেহে এবারের উইকেট ভালো আচরণ করছে। বোলাররা যেমন সুবিধা পাচ্ছে ব্যাটসম্যানরাও তাই। গত বছর আমরা হাইস্কোরিং ম্যাচ খুব কম দেখেছি। এবারও তেমন হতে পারে। তবে এবারের আসরের উইকেট গতবারের চেয়ে ভালো। ’
প্রথম ম্যাচে কুমিল্লাকে হারিয়ে শুভসূচনা করে চিটাগং। তবে দ্বিতীয় ম্যাচে রংপুরের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে যায় দলটি। শনিবারের (১২ নভেম্বর) ম্যাচে তাদের প্রতিপক্ষ খুলনা। যারা কিনা রংপুরের বিপক্ষে ৪৪ রানে অলআউট হয়ে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে।
নিজেদের পরবর্তী ম্যাচ নিয়ে জহুরুলের অভিমত, ‘জয় দিয়েই আমরা বিপিএল শুরু করেছিলাম। দ্বিতীয় ম্যাচে শুরুটা আমাদের দুর্দান্ত হয়েছিল। কিন্তু মাঝপথে আমরা ভুল করে বসি। ভুলগুলো যেন না হয় সে চেষ্টাই থাকবে আমাদের। খুলনাও তাদের শেষ ম্যাচে হেরেছে। জয় পাওয়া দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। জয় দিয়ে আমরা মোমেন্টাম ফিরে পেতে চাই। ’
বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
এসকে/এমআরএম