ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ছুটির দিনে দর্শক-ঢল মিরপুরে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
ছুটির দিনে দর্শক-ঢল মিরপুরে ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিপিএলের চলতি আসরে সবচেয়ে বেশি দর্শক সমাগম হয়েছে আজ। ছুটির দিন (শুক্রবার) হওয়ায় শের-ই-বাংলা স্টেডিয়ামের গ্যালারি পূর্ণ হয়ে গেছে। কুমিল্লা ভিক্টোরিয়ান্স-বরিশাল বুলসের লড়াই দেখতে স্টেডিয়ামে হাজির প্রায় ২০ হাজার দর্শক।

মিরপুর থেকে: বিপিএলের চলতি আসরে সবচেয়ে বেশি দর্শক সমাগম হয়েছে আজ। ছুটির দিন (শুক্রবার) হওয়ায় শের-ই-বাংলা স্টেডিয়ামের গ্যালারি পূর্ণ হয়ে গেছে।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স-বরিশাল বুলসের লড়াই দেখতে স্টেডিয়ামে হাজির প্রায় ২০ হাজার দর্শক।

স্টেডিয়ামের পূর্ব, দক্ষিণ ও উত্তর গ্যালারি দর্শকে পরিপূর্ণ। পশ্চিম দিকের গ্র্যান্ড স্ট্যান্ড ও ভিআইপি গ্যালারির অর্ধেকাংশ পূর্ণ হয়েছে।

শুক্রবারের (১১ নভেম্বর) ম্যাচটির লড়াই মূলত বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের মধ্যে। মাশরাফি প্রতিনিধিত্ব করছেন কুমিল্লার আর মুশফিক বরিশালের।

আজকের দুটি ম্যাচকে ঘিরেই রয়েছে দর্শকের আগ্রহ। একই মাঠে সন্ধ্যা সোয়া সাতটায় তারকা সমৃদ্ধ দল সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস খেলবে ড্যারেন স্যামির রাজশাহী কিংসের বিপক্ষে।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।