মিরপুর থেকে: বিপিএলের সপ্তম ম্যাচে সন্ধ্যা সোয়া সাতটায় মাঠের লড়াইয়ে নামে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস এবং ড্যারেন স্যামির রাজশাহী কিংস। আগে ব্যাট করা ঢাকা নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তুলেছে ১৩৮ রান।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে দিনের ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রাজশাহী দলপতি স্যামি। দিনের প্রথম ম্যাচে মুশফিকের বরিশাল ৬ উইকেটে হারিয়েছে মাশরাফির কুমিল্লাকে।
দ্বিতীয় ম্যাচে ঢাকার হয়ে ওপেনিংয়ে নামেন মেহেদি মারুফ এবং লঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারা। ইনিংসের দ্বিতীয় ওভারেই মেহেদি হাসান মিরাজকে বোলিংয়ে আনেন ড্যারেন স্যামি। নিজের প্রথম ওভারেই সাঙ্গাকারাকে (২) বোল্ড করেন টাইগার এই স্পিনার। দলীয় ৪৩ রানের মাথায় আরেক লঙ্কান গ্রেট মাহেলা জয়াবর্ধনের উইকেট তুলে নেন সামিত প্যাটেল। এক বল পরেই মেহেদিকে ফিরিয়ে দেন তিনি। এলবির ফাঁদে পড়ে মেহেদি আউট হওয়ার আগে করেন ২২ বলে চারটি চার আর একটি ছক্কায় ২৫ রান। জয়াবর্ধনে ফরহাদ রেজার তালুবন্দি হওয়ার আগে করেন ১১ রান।
ইনিংসের অষ্টম ওভারের প্রথম বলেই মিরাজের ঘূর্ণিতে পরাস্ত হয়ে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়েন সাকিব (০)। দলীয় ৪৩ রানের মাথায় ঢাকা চতুর্থ উইকেট হারিয়ে বিপাকে পড়ে।
এরপর জুটি গড়েন মোসাদ্দেক হোসেন এবং রবি বোপারা। উইকেটে টিকে থেকে ৫৪ রান যোগ করেন তারা। ইনিংসের ১৬তম ওভারে এই জুটি ভাঙেন আবুল হাসান। তার বলে সামিত প্যাটেলের হাতে ধরা পড়ার আগে বোপারা করেন ২২ বলে ২০ রান। দলীয় ৯৭ রানে পঞ্চম উইকেট হারায় ঢাকা।
ঢাকার হয়ে অর্ধশতক হাঁকিয়ে অপরাজিত থাকেনে মোসাদ্দেক হোসেন (৫৯)। তার ৪৬ বলের ইনিংসে ছিল ৬টি চার আর একটি ছক্কা। ১০ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন ডোয়াইন ব্রাভো।
এক ম্যাচ খেলে পূর্ণ ২ পয়েন্ট নিয়ে দুইয়ে ঢাকা আর নিজেদের প্রথম ম্যাচে খুলনা টাইটান্সের বিপক্ষে নাটকীয়ভাবে তিন রানে হারের হতাশায় ডোবা রাজশাহীর অবস্থান পঞ্চম।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ১১ নভেম্বর ২০১৬
এমআরপি