ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বাকৃবিতে ক্রিকেট প্রিমিয়ার লীগের ফাইনাল

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
বাকৃবিতে ক্রিকেট প্রিমিয়ার লীগের ফাইনাল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ক্রিকেট প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বাকৃবি (ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ক্রিকেট প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১১ নভেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল মাঠে এ খেলার আয়োজন করা হয়।

এতে মোট ৬টি দলে ওই হলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। লীগের ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে মিয়া ক্যান্টনমেন্ট ও এবি ব্লাস্টার্স। ফাইনালে ১৪ রানে জয়ী হয় এবি ব্লাস্টার্স।

অনুষ্ঠানে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর।

সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী, প্রক্টর অধ্যাপক ড. এ.কে.এম. জাকির হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
বিএসকে/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।