ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আরেকটু ভালো উইকেটের আশায় মুশফিক

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
আরেকটু ভালো উইকেটের আশায় মুশফিক ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিপিএলের গত আসরে হাইস্কোরিং ম্যাচ তেমন দেখা যায়নি। এবারও যেন তার পুনরাবৃত্তি হতে চলেছে। চতুর্থ আসরের ছয়টি ম্যাচ মাঠে গড়ালেও দেড়শ প্লাস ইনিংস হয়েছে মাত্র একটি। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ১৬১ রান করেছিল তামিম ইকবালের চিটাংগাং ভাইকিংস।

মিরপুর থেকে: বিপিএলের গত আসরে হাইস্কোরিং ম্যাচ তেমন দেখা যায়নি। এবারও যেন তার পুনরাবৃত্তি হতে চলেছে।

চতুর্থ আসরের ছয়টি ম্যাচ মাঠে গড়ালেও দেড়শ প্লাস ইনিংস হয়েছে মাত্র একটি। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ১৬১ রান করেছিল তামিম ইকবালের চিটাংগাং ভাইকিংস।

পরের পাঁচ ম্যাচে সর্বোচ্চ স্কোর ১৪৮। গতকাল তো খুলনাকে মাত্র ৪৪ রানে অলআউট করে অর্ধেক সময় হাতে রেখেই ম্যাচ শেষ করে দিল রংপুর।
 
এমন কঠিন উইকেটে খেলা যে কোনো ব্যাটসম্যানের জন্য চ্যালেঞ্জের। দর্শক তো মাঠে যান পুরো খেলাটাই দেখতে। ফরম্যাটটা টি-টোয়েন্টি বলেই আরেকটু ভালো উইকেটের আশা করছেন বরিশাল বুলসের অধিনায়ক মুশফিকুর রহিম।  

শুক্রবার (১১ নভেম্বর) মিরপুরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৬ উইকেটের জয়ের পর সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, ‘উইকেট দেখে মনে হয় ভালো, কিন্তু ব্যাট করা কঠিন। নতুন বলেও স্পিন কঠিন। যখন কিপিংয়ে থাকি তখন মনে হয় পেস বলটা কঠিন। একটা বল লাফ দেয়, একটা বল নিচু হয়। এখনও ১৭০ প্লাস স্কোর হয়নি। কারণ উইকেটে ব্যাটিং করা কঠিন। ’

‘এটা আবহাওয়ার কারণে হতে পারে। প্রতিদিনই ম্যাচ হচ্ছে উইকেটে কতটুকু পানি দিতে হবে বা রোদ কতটা পাবে তার উপর নির্ভর করে। শীতের ভাব পড়েছে। কিউরেটরদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। ’-যোগ করেন মুশফিক।

উইকেট এমন হওয়ায় ব্যাটসম্যানরা পাওয়ার ক্রিকেট খেলতে পারছেন না বলে জানান মুশফিক, ‘পাওয়ার হিট করার জন্যও খেলা কঠিন হয়ে যাচ্ছে। স্যামুয়েলসের মতো পাওয়ারফুল ব্যাটসম্যান তার কষ্ট করে ব্যাট করতে হয়েছে। কারণ ওর টাইমিং ঠিকঠাক হচ্ছিলো না এই উইকেটে। ’

মুশফিকের আশা সামনে যেন উইকেটটা আরেকটু ভালো হয়, ‘ভবিষ্যতে আশা করবো উইকেট আরেকটু বেটার হবে। টি-টোয়েন্টিতে দর্শক মাঠে আসে রান দেখার জন্য। উইকেট আরেকটু ভালো হলে আমাদের ব্যাটসম্যানদের জন্য ভালো। স্পোর্টিং উইকেট হলে ভালো, যেটা কিনা টি-টোয়েন্টির জন্য প্রযোজ্য। ’

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ১১ নভেম্বর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।