ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

মিরাজকে ব্যাটিং নিয়ে ভাবতে কোচদের মানা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
মিরাজকে ব্যাটিং নিয়ে ভাবতে কোচদের মানা ছবি: শোয়েব মিথুন বাংলানিউজটোয়েন্টিফোর.কম

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ব্যাটে-বলে অসাধারণ নৈপুন্য দেখিয়ে টুর্নামেন্ট সেরা হয়েছিলেন মেহেদি হাসান মিরাজ। এ অলরাউন্ডার জাতীয় দলে প্রবেশের পর হয়ে গেছেন শুধু বোলার। টিম কম্বিনেশনের কারণে তাকে ব্যাট করতে হচ্ছে ৯ নম্বরে। বিপিএলে দেখা গেছে ১০ নম্বরে নামতে।

মিরপুর থেকে: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ব্যাটে-বলে অসাধারণ নৈপুন্য দেখিয়ে টুর্নামেন্ট সেরা হয়েছিলেন মেহেদি হাসান মিরাজ। এ অলরাউন্ডার জাতীয় দলে প্রবেশের পর হয়ে গেছেন শুধু বোলার।

টিম কম্বিনেশনের কারণে তাকে ব্যাট করতে হচ্ছে ৯ নম্বরে। বিপিএলে দেখা গেছে ১০ নম্বরে নামতে।

‘অলরাউন্ডার’ মিরাজকে দেখতে না পারার কারণ মিরাজকে নিয়ে কোচ-নির্বাচকদের ভাবনা। বোলিংয়ে অসাধারণ মিরাজকে ব্যাটিংয়ে অসাধারণ দেখতে চায় বাংলাদেশ দল। কিন্তু এখনই নয়। দলকে সেরা সার্ভিস দিতে আপাতত কেবল বোলিংয়েই মনোনিবেশ করতে বলেছেন কোচ-নির্বাচকরা। মিরাজের কাছ থেকে বোলিংয়ের শতভাগ নেয়ার পরামর্শ কোচদের।
 
জাতীয় দলের হয়ে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্ট সিরিজে ১৯ উইকেট নেয়া মিরাজ বিপিএলেও বোলিং নৈপুন্য দেখিয়ে যাচ্ছেন। শুক্রবার (১১ নভেম্বর) মিরপুরে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে নিয়েছেন ‍দুটি উইকেট। সাজঘরে পাঠিয়েছেন কুমার সাঙ্গাকারা ও সাকিব আল হাসানকে।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে নিজের ব্যাটিং নিয়ে ভাবনার কথা খুলে বলেন মিরাজ, ‘আমার হাতে অনেক সময় আছে। আমার সাথে কোচ কথা বলছেন, ন্যাশানাল টিমের কোচ কথা বলছেন, বাংলাদেশের যারা ক্রিকেট বোদ্ধা-নির্বাচকরা, আমার ছোটবেলার কোচ কথা বলেছেন। সবাই একটা কথা বলেছেন আমার সামনে অনেক সময় আছে। এখন যেন ব্যাটিং নিয়ে বেশি চিন্তা না করি।

‘দুটো নিয়ে ভাবলে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তখন হয়তো বোলিংটা ভালো করতে পারবো না। তারা সবসময় বলেন বোলিংটা খুব ভালো হচ্ছে, এটাই কন্টিনিউ করো। পাশাপাশি ব্যাটিং স্কিলটা বাড়ানোর জন্য। আন্তর্জাতিক ক্রিকেট অনেক কঠিন। নিজেকে আরও তৈরি করতে হবে। ’-যোগ করেন মিরাজ।  

নিচের দিকে নেমেও আফসোস নেই মিরাজের, ‘জাতীয় দলে যখন খেলি ব্যাটিং অর্ডার উপরের দিকে আসে না। কারণ আমার আগে অভিজ্ঞরা আছেন। বিপিএলে হার্ডহিটার যারা স্টোকস বেশি খেলে তাদের গুরুত্বটা বেশি। দেশি-বিদেশি প্লেয়ার আছে। আমার জায়গাটায় আমাকে দিয়েছে। ম্যাচের অবস্থার কারণে হয়তো একটু নিচে নেমেছি। ওখান থেকে ডেভেলপ করতে হবে ভালো করতে হবে। ’

ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলতে আসা শ্রীলঙ্কান কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারাকে বোল্ড করেন মিরাজ। উচ্ছ্বসিত মিরাজ এ উইকেটটি প্রসঙ্গে বলেন, ‘সাঙ্গাকারার উইকেটটা সেরা। কারণ সে লিজেন্ড আমরা সবাই জানি। আমার খুব ভালো লাগছে যে সাঙ্গাকারাকে আউট করতে পেরেছি। ও অনেক ভালো ক্রিকেটার সবাই। ও আমার বল দেখেশুনেই খেলছিল। কিন্তু তারপরও ভালো জায়গায় বল হয়েছে এজন্য আউট হয়েছে।
 
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মিরাজকে নিয়ে ঢাকার অধিনায়ক সাকিব আল হাসানও প্রশংসা করে গেছেন। সাকিব বলেন, ‘আমাদের দেশে স্পিনাররা সব সময় সুবিধা পায়। তারপরও ভালো জায়গায় বল করার একটা ব্যাপার থাকে। আমরা জানি যে ও (মিরাজ) কতটা ভালো বোলার। কতটা ভালো করতে পারে। সবাই জানি এ মুহুর্তে আমাদের দেশের অফ স্পিনারদের মধ্যে ও সেরা বোলার। ভালো করছে। আরও ভালো করবে ইনশাআল্লাহ। ’
 
বাংলাদেশ সময়: ০০৫১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
এসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।