ঢাকা: বিপিএলের চলমান আসরে আলাদা দুই ম্যাচে মাঠের লড়াইয়ে নামবে চারটি দল। দিনের প্রথম ম্যাচে তামিম ইকবালের চিটাগং ভাইকিংসের প্রতিপক্ষ মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটানস।
নিজেদের দুই ম্যাচ খেলে তামিমের চিটাগং একটি জয় আর একটি পরাজয় নিয়ে অর্জন করেছে দুই পয়েন্ট। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান চার নম্বরে। সমান দুই ম্যাচ খেলা মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা এক জয়, এক পরাজয়ে তুলেছে দুই পয়েন্ট। তবে, রান ব্যবধানে পিছিয়ে থাকায় টেবিলের ছয় নম্বরে খুলনা।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে দুপুর দুইটায় মাঠে নামবে চিটাগং-খুলনা।
এদিকে, সন্ধ্যা সাতটায় একই ভেন্যুতে মাঠে নামবে রংপুর-ঢাকা। দুই ম্যাচের একটিতে জয় আর সমান পরাজয়ে দুই পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে রয়েছে সাকিব আল হাসানের ঢাকা। অপরদিকে, নিজেদের প্রথম দুই ম্যাচেই জয় তুলে নেওয়া নাঈম ইসলামের রংপুর সর্বোচ্চ ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে।
বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, ১২ নভেম্বর ২০১৬
এমআরপি