ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

স্যামির ‘মিরাজ’ বিস্ময়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
স্যামির ‘মিরাজ’ বিস্ময় মিরাজ ও স্যামি- ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘বয়সে তরুণ হলেও ওর খেলা দেখে সেটা বোঝার উপায় নেই। মনে হয় বহুদিন ধরেই ও ক্রিকেট খেলছে। সে বাংলাদেশ ক্রিকেটের দারুণ এক আবিষ্কার। আমার মনে হয় ভবিষ্যতে বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠবে সে। টেস্ট ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ওর পারফরম্যান্স ছিল দুর্দান্ত। বিপিএলেও সে দারুণ খেলছে। তার মতো প্লেয়ার দলে পেয়ে খুবই ভাল লাগছে।’ বলছিলেন ড্যারেন স্যামি।

মিরপুর থেকে: ‘বয়সে তরুণ হলেও ওর খেলা দেখে সেটা বোঝার উপায় নেই। মনে হয় বহুদিন ধরেই ও ক্রিকেট খেলছে।

সে বাংলাদেশ ক্রিকেটের দারুণ এক আবিষ্কার। আমার মনে হয় ভবিষ্যতে বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠবে সে। টেস্ট ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ওর পারফরম্যান্স ছিল দুর্দান্ত। বিপিএলেও সে দারুণ খেলছে। তার মতো প্লেয়ার দলে পেয়ে খুবই ভাল লাগছে। ’ বলছিলেন ড্যারেন স্যামি।

সদ্য সমাপ্ত ইংল্যান্ড সিরিজে বল হাতে এক টেস্টের দুই ইনিংসে ১২ উইকেট নিয়ে দলটির বিপক্ষে প্রথমবারের মতো ১০৮ রানে ঐতিহাসিক জয়ের গৌরব এনে দিয়েছেন টাইগার অফস্পিনার মেহেদি হাসান মিরাজ। শুধু কী তাই? অভিষিক্ত টেস্ট সিরিজে ১৯ উইকেট নিয়ে জেমস ফেরিসকোর ১২৯ বছরের রেকর্ডটিও গুঁড়িয়ে দিয়েছেন তিনি।

আর বিপিএলের এবারের আসরে দুই ম্যাচ খেলে তুলে নিয়েছেন ৩ উইকেট। খুলনার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে বিপক্ষ দলের টপ অর্ডার নিকোলাস পুরানকে ব্যক্তিগত ১৪ রানে ফেরানোর পরে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে ফিরিয়েছেন দুই গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা ও সাকিব আল হাসানকে। যা দিন শেষে রাজশাহী কিংসের ম্যাচ জয়ের অনুসঙ্গ হিসেবে কাজ করেছে। তাইতো তার প্রতি অধিনায়কের এমন বিস্ময়।

শনিবার (১২ নভেম্বর) মিরপুর একাডেমি মাঠে অনুশীলন শেষে স্যামি এমনটি জানান।

এদিকে বিপিএলের এবারের আসরের সন্ধ্যার ম্যাচে একটি দৃশ্য বলতে গেলে স্থায়ী হয়ে গেছে। আর সেটা হলো  টস জিতে যারা আগে বোলিং নিচ্ছে ম্যাচ শেষে তারাই জিতছে। ডিউ ফ্যাক্টরের কারণে রাতে শিশির ভেজা বল বোলারদের গ্রিপ করতে সমস্যা হওয়ায় বোলিংয়ের শতভাগ সুবিধা তুলে নিতে পারছেন না বোলাররা।

ফলে রাতে যারা ব্যাটিং করেন তারা কিছুটা সহজ জয় তুলে নিতে পারেন। উদাহরণ হিসেবে ১১ নভেম্বরের ঢাকা ও রাজশাহীর মধ্যকার ম্যাচ, ১০ নভেম্বরের রংপুর ও খুলনার মধ্যকার ম্যাচ ও ৯ নভেম্বরের রংপুর ও চিটাগং ভাইকিংসের মধ্যকার ম্যাচগুলো উল্লেখযোগ্য।
 
বিষয়টির সঙ্গে একমত পোষণ করলেন খোদ রাজশাহী কিংস অধিনায়ক ড্যারেন স্যামিও। ‘হ্যাঁ, টস আমার কাছে গুরুত্বপূর্ণ বলেই মনে হচ্ছে। কেননা রাতের ম্যাচে যে টস জিতছে সেই আগে বল করতে চাচ্ছে। কারণ, ডিউ ফ্যাক্টর হচ্ছে। ’
 
তবে ড্যারেন স্যামিদের ১৩ নভেম্বরের ম্যাচটিতে ডিউ ফ্যাক্টরের কোনো ঝামেলা থাকছে না। কেননা ম্যাচটি অনুষ্ঠিত হবে দুপুরে। তারপরেও সতর্ক স্যামি। চাইছেন যে কোনো মূল্যেই জয়ের ধারায় থাকতে। ‘রোববারের ম্যাচে কী আছে জানি না। তবে আর যাই হোক আমরা সেরা খেলা খেলতে চাইবো। তবে আমি বলবো যে আমাদের দল ভালো করছে। যদি কিছু কিছু জায়গায় আমরা আরও ভালো করতে পারি তাহলে সামনের ম্যাচগুলোতে জয় পেতে আর কোনো সমস্যা হবে বলে মনে হচ্ছে না। ’
 
১৩ নভেম্বর দুপুর আড়াইটায় রাজশাহী কিংস মোকাবেলা করবে বরিশাল বুলসের।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, ১২ নভেম্বর, ২০১৬
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।