মিরপুর থেকে: বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে (বিপিএল) এতদিন সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডটি ছিল ঢাকা ডায়নামাইটস অলরাউন্ডার সাকিব আল হাসানের। কিন্তু সাকিবের সেই রেকর্ড ভেঙ্গে ৫১ উইকেট নিয়ে সবোচ্চ উইকেট শিকারি এখন ওয়েস্ট ইন্ডিজের পেসার কেভিন কুপার।
শনিবার (১৩ নভেম্বর) চিটাগং ভাইকিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে এই আসরের মিশন শুরু করেন কুপার। চিটাগংয়ের বিপক্ষে এদিন ম্যাচের তৃতীয় ওভার বল হাতে আসেন এই ক্যারিবীয় পেসার। বল হাতে নেমেই ওভারের দ্বিতীয় বলে ব্যক্তিগত ৩ রানে তামিম ইকবালকে ফিরিয়ে দিয়ে সাকিবের ৫০ উইকেটের মাইলফলকটি ছুঁয়ে ফেলেন। এরপর ষষ্ঠ ওভারে ব্যক্তিগত ৩ রানে ডোয়েন স্মিথকে ক্রিজ ছাড়া করে টপকে যান সাকিব আল হাসানকে।
বিপিএলের তিন আসরে ৩০ ম্যাচে কুপারের উইকেট সংখ্যা ৫১টি, যা এখনও পর্যন্ত বিপিএলে সর্বোচ্চ। আর কুপারের চাইতে ৬ ম্যাচ বেশি খেলে সাকিবের উইকেট ৫০টি।
বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, ১২ নভেম্বর, ২০১৬
এইচএল/এমএমএস