মিরপুর থেকে: রাজশাহী কিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএলের এবারের আসরে নিজের দ্বিতীয় অর্ধশতকের দেখা পেলেন বরিশাল বুলসের শাহরিয়ার নাফিস। এর আগে গেল ৮ নভেম্বর ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ৩৪ বলে ৫৫ রানের ইনিংস খেলে প্রথম ফিফটির দেখা পান তিন বছর জাতীয় দলের বাইরে থাকা এই বাঁহাতি ব্যাটসম্যান।
রোববারের (১৩ নভেম্বর) ম্যাচটিতে ৪৪ বলের ৬৩ রানের ঝড়ো ইনিংস উপহার দেন নাফিস। ৪টি চারের সঙ্গে হাঁকান সমান ৪টি ছক্কা। ১৬তম ওভারে তাকে নুরুল হাসানের গ্লাভসবন্দি করেন রাজশাহী দলপতি ড্যারেন স্যামি।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে রাজশাহীর কাছে টস হেরে ব্যাটিংয়ে নামেন বরিশালের দুই ওপেনার দিলশান মুনাবেরা ও ডেভিড মালান। মুনাবেরা (০) ফিরে যাওবার পর উইকেটে আসেন নাফিস। গেল দুই ম্যাচে নাফিস ৫ নাম্বারে ব্যাটিং করলেও এদিন ওয়ান ডাউনে নামেন।
শুরু থেকেই ক্লাসিক ও এক একটি দুর্দান্ত শটে ‘দাঁতভাঙা’ জবাব দিতে থাকেন রাজশাহী বোলারদের। তৃতীয় উইকেটে মুশফিককে নিয়ে বেশ স্বাচ্ছন্দ্যেই খেলেছেন নাফিস। তাদের ১১২ রানের পার্টনারশিপে বড় সংগ্রহের ভিত্তি পায় বরিশাল।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ১৩ নভেম্বর ২০১৬
এইচএল/এমআরএম