মিরপুর থেকে: মিরপুরে ব্যাট হাতে রীতিমত রানের ঝড় তুলেছেন মুশফিকুর রহিম। আর এই বিধ্বংসী ব্যাটিংয়েই রাজশাহী কিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএলে সপ্তম এবং এবারের আসরে দ্বিতীয় অর্ধশতক তুলে নিয়ে ৮১ রানে অপরাজিত থাকেন বরিশাল বুলস অধিনায়ক।
রোববার (১৩ নভেম্বর) দলের টপ অর্ডারের ব্যাটসম্যান ডেভিড মালান ব্যক্তিগত ১৩ রানে ফেরার পরে তৃতীয় উইকেটে ব্যাট হাতে ক্রিজে আসেন মুশফিক।
সতীর্থ শাহরিয়ার নাফিসকে সাথে নিয়ে রাজশাহী বোলারদের বিপক্ষে দুর্দান্ত প্রতিরোধ গড়ে তোলেন। ফরহাদ রেজা, মিরাজ, স্যামি, আবুল হাসানদের বলকে এতটুকু পাত্তা না দিয়ে কাঁপিয়ে তোলেন মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম।
মুশফিক-নাফিসের ঝড়ো ব্যাটিংয়ে বিপিএলের এবারের আসরে ইতোমধ্যেই সর্বোচ্চ রান সংগ্রহ করেছে বরিশাল। নির্ধারিত ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় চার উইকেটে ১৯২। ৪৪ বলে ৬৩ করে আউট হন নাফিস। মুশফিকের ৫২ বলে ৮১ রানের ইনিংসে ছিল ৫টি চার ও ৪টি ছক্কার মার।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ১৩ নভেম্বর ২০১৬
এইচএল/এমআরএম