ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাব্বিরের প্রথম বিপিএল সেঞ্চুরি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
সাব্বিরের প্রথম বিপিএল সেঞ্চুরি ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিধ্বংসী ব্যাটিংয়ে বিপিএলে প্রথম সেঞ্চুরির দেখা পেলেন সাব্বির রহমান। রাজশাহী কিংসের হয়ে বিপিএলে এটি তার প্রথম আর বাংলাদেশের হয়ে তৃতীয় সেঞ্চুরি। সাব্বিরের আগে বিপিএলে প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছিলেন শাহরিয়ার নাফিস ও মোহাম্মদ আশরাফুল।

মিরপুর থেকে: বিধ্বংসী ব্যাটিংয়ে বিপিএলে প্রথম সেঞ্চুরির দেখা পেলেন সাব্বির রহমান। রাজশাহী কিংসের হয়ে বিপিএলে এটি তার প্রথম আর বাংলাদেশের হয়ে তৃতীয় সেঞ্চুরি।

সাব্বিরের আগে বিপিএলে প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছিলেন শাহরিয়ার নাফিস ও মোহাম্মদ আশরাফুল।

রোববার (১৩ নভেম্বর) বরিশাল বুলসের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই সাব্বিরের ব্যাট ছিল খাপ খোলা তলোয়াড়। তার ধারালো ব্যাটিংয়ের সামেন কোন প্রভাবই বিস্তার করতে পারেনি বরিশালের বোলাররা। মনির, আলআমিন, আবু হায়দার ও তাইজুলদের রীতিমত ধুঁকতে হয়েছে তার ব্যাটিংয়ের সামনে। সাব্বিরের ঝড়ে উড়ে গেছেন বরিশালের প্রতিটি বোলার। আর এই ঝড়ো ব্যাটিং দিয়েই ২৬ বলে তিন চার ও চার ছয়ের সাহায্যে তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক।
 
অর্ধশতক তুলে নেয়ার পর যেন আরও ক্ষুরধার হয়ে উঠলো সাব্বিরের ব্যাট। ৫৩ বল মোকাবেলায় ক্যারিয়ারের প্রথম বিপিএল সেঞ্চুরি উদযাপনে মাতেন এ ‘হার্ডহিটার’। তাতে ছিল ৬টি চার ও ৮টি ছক্কার মার।  

বিপিএলে শারিয়ার নাফিস প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছিলেন খুলনা রয়্যাল বেঙ্গলসের হয়ে দুরন্ত রাজশাহীর বিপক্ষে, ২০১৩ সালে খুলনায়। খেলেছিলেন অপরাজিত ১০২ রানের ইনিংস। একই আসরে মোহাম্মদ আশরাফুল ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে ১০২ অরাজিত করেছিলেন দুরন্ত রাজশাহীর বিপক্ষে।
 
আশরাফুলের শতকটি এসেছিল ৫৮ বলে, নাফিসের শতকটি এসেছিল ৬৯ বলে। কিন্তু সাব্বির রহমান ক্যারিয়ারের প্রথম শতটি তুলে নিতে খেললেন ৫৩ বল। যেখানে চারের মার ছিল ৪টি ও ছয়ের মার ছিল ৮টি।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ১৩ নভেম্বর ২০১৬
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।