ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

নাফিসের চোখে সাব্বিরের ইনিংসটাই দেশসেরা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
নাফিসের চোখে সাব্বিরের ইনিংসটাই দেশসেরা ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাব্বির রহমানের ব্যাট থেকে আসা ৬১ বলে ১২২ রানের ইনিংসটিকে দেশের মাটিতে সেরা টি-টোয়েন্টি ইনিংস হিসেবে দেখছেন শাহরিয়ার নাফিস। শের-ই-বাংলা স্টেডিয়ামে আজ চার-ছক্কার ঝড় তোলেন সাব্বির। ৫৩ বলে পূর্ণ করেন টি-টোয়েন্টির প্রথম শতকটি। 

মিরপুর থেকে: সাব্বির রহমানের ব্যাট থেকে আসা ৬১ বলে ১২২ রানের ইনিংসটিকে দেশের মাটিতে সেরা টি-টোয়েন্টি ইনিংস হিসেবে দেখছেন শাহরিয়ার নাফিস। শের-ই-বাংলা স্টেডিয়ামে আজ চার-ছক্কার ঝড় তোলেন সাব্বির।

৫৩ বলে পূর্ণ করেন টি-টোয়েন্টির প্রথম শতকটি।  

মাঠের চারদিকে খেলেন নান্দনিক সব শট। ৯টি চার ও ৯টি ছক্কায় সাজানো সাব্বিরের ইনিংসটিই বিপিএলে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। ২০১২ সালে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে বরিশাল বার্নাসের হয়ে ক্রিস গেইলের ১১৬ রানের ইনিংসটি গত তিন মৌসুম ধরে ছিল সর্বোচ্চ।

২২ গজে রাজশাহী কিংসের ব্যাটসম্যান সাব্বির যখন একের পর এক বাউন্ডারি মেরে যাচ্ছিলেন বরিশাল বুলসের ফিল্ডার শাহরিয়ার নাফিসের তখন মনে হচ্ছিলো, ২২০-২৩০ রানও হয়তো সাব্বিরের জন্য পর্যাপ্ত নয়। সাব্বির আউট হওয়ার পর অবশ্য ১৯২ রান টপকানো হয়নি রাজশাহীর।  

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সাব্বিরের প্রশংসায় নাফীস বলেন, ‘সাব্বির যেভাবে খেলে ওরকম খেললে কোনো কিছুই অসম্ভব না। সে বাংলাদেশের জন্য ব্রিলিয়ান্ট ট্যালেন্ট। নিজের উপর বিশ্বাস রেখে খেলে। মনে হচ্ছিলো ওর সামনে ২২০-২৩০ রানও যথেষ্ট না। ’

দেশের মাটিতে এমন নান্দনিক ইনিংস আগে কখনো দেখেননি বলে জানান নাফিস, ‘দেশের মাটিতে এমন ইনিংস দেখা হয়নি। এত টি-টোয়ন্টি খেলা হয়। আমার কাছে গুরুত্বপূর্ণ যেটা মনে হয়েছে, আমরা টি-টোয়েন্টি বলতে আইপিএলের ম্যাচ দেখি। বিগ ব্যাশ তেমন দেখা হয় না। মিরপুরে যে বাউন্ডারি। এত বড় বাউন্ডারি বিগ ব্যাশ ছাড়া কোথাও নেই। যেভাবে সাব্বির সীমানা পার করছিল... আমার দেখা সেরা ইনিংসগুলোর একটি। দেশের মাটিতে এটিই সেরা ইনিংস। ’

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ১৩ নভেম্বর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।