ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

এশিয়া কাপে টাইগার যুবাদের চূড়ান্ত স্কোয়াড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
এশিয়া কাপে টাইগার যুবাদের চূড়ান্ত স্কোয়াড ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

আগামী ১৩-২৪ ডিসেম্বর শ্রীলংকায় শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেট। এশিয়ার যুবা ক্রিকেটের শ্রেষ্ঠত্বের এই লড়াইকে সামনে রেখে ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে দলে নেই এ বছর ঘরের মাঠে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা ওপেনিং ব্যাটসম্যান পিনাক ঘোষ।

ঢাকা: আগামী ১৩-২৪ ডিসেম্বর শ্রীলংকায় শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেট। এশিয়ার যুবা ক্রিকেটের শ্রেষ্ঠত্বের এই লড়াইকে সামনে রেখে ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তবে দলে নেই এ বছর ঘরের মাঠে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা ওপেনিং ব্যাটসম্যান পিনাক ঘোষ।

১৫ সদস্যের স্কোয়াডে আছেন: মোহাম্মদ সাইফ হাসান (অধিনায়ক), সজিব হোসেন, নাজমুল আলম, আফিফ হোসেন (সহ-অধিনায়ক), আমিনুল ইসলাম বিপ্লব, রাইয়ান রাফসান রহমান, হাবিবুর রহমান, মো: রাকিব, মাহিদুল ইসলাম ভূঁইয়া, নাইম হাসান, শাখাওয়াত হোসেন, কাজী অনিক ইসলাম, ইয়াসিন আরাফাত, মুকিদুল ইসলাম ও মোহাম্মদ আব্দুল হালিম।

স্ট্যান্ডবাই: হাসান মাহমুদ, শাহাদাত হোসেন, আব্বাস মুসা ও আকবর আলী।

এর আগে গেল ১৮ অক্টোবর অ-১৯ এশিয়া কাপ ক্রিকেটকে সামনে রেখে বিকেএপসপিতে দলের হেড কোচ আব্দুল করিম জুয়েলের কাছে রিপোর্ট করেন প্রাথমিক ক্যাম্পে ডাক পাওয়া ২৩ জন ক্রিকেটার। আর তাদের নিয়েই ১৯ অক্টোবর থেকে বিকেএসপিতে শুরু হয়েছিল দলের অনুশীলন ক্যাম্প, যা চলেছে ৮ নভেম্বর পর্যন্ত।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, ১৩ নভেম্বর, ২০১৬
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।