ঢাকা: জমে ওঠা বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দুটি ম্যাচে চারটি দল মাঠের লড়াইয়ে নামবে। সোমবার (১৪ নভেম্বর) দিনের প্রথম ম্যাচে মাঠে নামবে মুশফিকুর রহিমের বরিশাল বুলস এবং তামিম ইকবালের চিটাগং ভাইকিংস।
চার দলের মাঝে পয়েন্ট টেবিলের শীর্ষে নেই কোনো দল। ফলে নিজেদের এগিয়ে নেওয়ার সুযোগ থাকছে মুশফিক-তামিম-মাশরাফি-সাকিবদের।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে দুপুর দুইটায় নামবে বরিশাল-চিটাগং। পয়েন্ট টেবিলে বরিশালের থেকে পিছিয়ে চিটাগং। চার নম্বরে থাকা মুশফিকুর রহিম, শাহরিয়ার নাফিদের বরিশাল তিন ম্যাচের দুটিতে জয় ও একটি হেরে চার পয়েন্ট সংগ্রহ করেছে। অপরদিকে, তামিমের চিটাগং টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে। তিন ম্যাচের একটি জয় আর অপর দুটিতে পরাজয় নিয়ে দুই পয়েন্ট থলিতে পুরেছে।
এদিকে, সন্ধ্যা সাতটায় মাঠে নামবে কুমিল্লা-ঢাকা। পয়েন্ট টেবিলের তলানিতে মাশরাফির কুমিল্লা। বর্তমান চ্যাম্পিয়নরা নিজেদের প্রথম তিন ম্যাচের তিনটিতেই হেরেছে। এদিকে, ঢাকা টেবিলের দুই নম্বরে অবস্থান করছে। তিন ম্যাচ খেলা ঢাকা দুটিতে জয় আর একটিতে হার নিয়ে সংগ্রহ করেছে ৪ পয়েন্ট।
চার ম্যাচের তিনটিতে জিতে, একটি হেরে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স।
বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, ১৪ নভেম্বর, ২০১৬
এমএমএস