ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তামিমের ব্যাটে চিটাগংয়ের লড়াকু সংগ্রহ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
তামিমের ব্যাটে চিটাগংয়ের লড়াকু সংগ্রহ ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

তামিম ইকবালের ৭৫ রানের ঝড়ো ইনিংসে বরিশাল বুলসের বিপক্ষে লড়াকু সংগ্রহ দাঁড় করিয়েছে চিটাগং ভাইকিংস। নির্ধারিত ওভার শেষে স্কোরবোর্ডে ৩ উইকেটে ১৬৩ রান তোলে চিটাগং।

মিরপুর থেকে: তামিম ইকবালের ৭৫ রানের ঝড়ো ইনিংসে বরিশাল বুলসের বিপক্ষে লড়াকু সংগ্রহ দাঁড় করিয়েছে চিটাগং ভাইকিংস। নির্ধারিত ওভার শেষে স্কোরবোর্ডে ৩ উইকেটে ১৬৩ রান তোলে চিটাগং।

শেষদিকে, ১৯ বলে ২৭ রানের কার্যকরী ইনিংস খেলে অপরাজিত থাকেন আনামুল হক। শেষ বলে আউট হওয়ার আগে ডোয়াইন স্মিথের ব্যাট থেকে আসে ১৭ (১৭ বল)। তাকে নাদিফ চৌধুরীর তালুবন্দি করে উইকেটের খাতায় নাম লেখান পেসার আল আমিন হোসেন।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বরিশাল অধিনায়ক মুশফিকুর রহিম। টানা দুই ম্যাচ হারায় জয়ে ফিরতে মরিয়া চিটাগং। এ ম্যাচ জিতলে নেট রান রেটের হিসেবে বরিশালের পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার ‍সুযোগ থাকবে।

ওপেনিং জুটিতেই ১১৬ রান তোলেন তামিম ও জহুরুল ইসলাম। ৫১ বলে ৭৫ রানের ঝড়ো ইনিংস উপহার দেন চিটাগং অধিনায়ক। তাতে ছিল ১০টি চার ও ২টি ছক্কার মার। ১৪তম ওভারের প্রথম বলেই কামরুল ইসলাম রাব্বিকে ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে বোল্ড আউট হন তামিম।

পরের ওভারেই জহুরুলকে (৩৬) লং-অনে থিসারা পেরেরার ক্যাচে পরিণত করেন আবু হায়দার। হঠাৎই যেন চিটাগংয়ের ছন্দপতন হয়! তবে আনামুল-স্মিথের ব্যাটে বড় স্কোর গড়া না হলেও লড়াকু সংগ্রহ দাঁড় করায় চিটাগং।

এদিকে, সোমবার (১৪ নভেম্বর) রাতের ম্যাচে সাকিবের ঢাকা ডায়নামাইটসের সামনে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সন্ধ্যা ৭টায় খেলা শুরু হবে। এটি ঢাকা পর্ব-১ এর শেষ ম্যাচ। তিন ম্যাচ শেষে এখনো জয়হীন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা।

জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও শেষ দুই ম্যাচে হেরে ছন্দপতনে চিটাগং। উদ্বোধনী ম্যাচে তারা কুমিল্লাকে ২৯ রানে হারায়। কিন্তু, রংপুর রাইডার্স ও খুলনা টাইটান্সের বিপক্ষে দু’টি ম্যাচেই হতাশা সঙ্গী হয়। এবার তামিমদের সামনে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ!

গত ৮ নভেম্বর উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকার কাছে আট উইকেটে হেরে বরিশালের বিপিএল যাত্রা শুরু হয়। পরের ম্যাচেই জয় তুলে নেন মুশফিকরা। কুমিল্লাকে ছয় উইকেটে হারানোর পর সবশেষ ১৩ নভেম্বরের ম্যাচে রাজশাহী কিংসকে ৪ রানে হারিয়ে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বরিশাল। ১৯৩ রানের লক্ষ্যে খেলতে নেমে সাব্বির রহমানের দুর্দান্ত সেঞ্চুরিতেও জিততে পারেনি রাজশাহী।

সাত দলের পয়েন্ট টেবিলে তিন ম্যাচে দুই জয় ও এক হারে চতুর্থ স্থানে থাকা বরিশালের সংগ্রহ ৪। সমান ম্যাচে এক জয়ে ছয়ে চিটাগং। সমান পয়েন্টে এক ধাপ উপরে রাজশাহী। দু’টি করে ম্যাচ জিতে বরিশালের পয়েন্টে যথাক্রমে দুইয়ে ঢাকা ও তিনে রংপুর। তিনটি ম্যাচেই হেরে তলানিতে কুমিল্লা। এক ম্যাচ বেশি খেলা মাহমুদউল্লাহর খুলনা ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে।

চিটাগং একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), জহুরুল ইসলাম, আনামুল হক (উইকেটরক্ষক), নাজমুল হোসেন মিলন, জাকির হোসেন, ডোয়াইন স্মিথ, মোহাম্মদ নবী, ইমরান খান, সুবাশিষ রায়, আব্দুর রাজ্জাক, গ্রান্ট এলিয়ট।

বরিশাল একাদশ: জশ কব, ডেভিড মালান, মুশফিকুর রহিম (অধিনায়ক ও  উইকেটরক্ষক), শাহরিয়ার নাফিস, থিসারা পেরেরা, কামরুল ইসলাম রাব্বি, রায়াদ এমরিত, নাদিফ চৌধুরী, আল আমিন হোসেন, তাইজুল ইসলাম, আবু হায়দার।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।