মিরপুর থেকে: একাদশ নির্বাচনে ফ্র্যাঞ্চাইজি মালিকদের হস্তক্ষেপের কারণে টিম হোটেল ছেড়ে রাগ করে বাসায় চলে গিয়েছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে বিপিএলে নিজেদের চতুর্থ ম্যাচে খেলবেন কিনা-এ নিয়ে ছিল শঙ্কা।
তবে রাগ কমে যাওয়ায় শেষ পযন্ত খেলার সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লা দলের অধিনায়ক। দলের সঙ্গেই প্রবেশ করেছেন স্টেডিয়ামে।
সন্ধ্যা ৭টায় সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে লড়বে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
হারের বৃত্ত থেকে বের হতে পারছে না কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রথম তিন ম্যাচের তিনটিতেই হারের মুখ দেখছে গত আসরের চ্যাম্পিয়ন দলটিকে। রোববার (১৩ নভেম্বর) শের-ই-বাংলা স্টেডিয়ামে ব্যাটিং সহায়ক উইকেটে খুলনা টাইটানসের দেয়া ১৪৫ রানের ছোট টার্গেট টপকাতে পারেনি মাশরাফি বিন মর্তুজার দল।
বার বার হারের কারণে হতাশা বাড়ে খেলোয়াড় ও ফ্র্যাঞ্চাইজি মালিকদের মধ্যে। পাকিস্তানি অলরাউন্ডার সোহেল তানভিরকে একাদশ থেকে বাদ দিতে চাননি মাশরাফি। কিন্তু ফ্র্যাঞ্চাইজি চেয়েছিল আজকের ম্যাচে তানভিরকে দলের বাইরে রাখতে। মতের মিল না হওয়ায় সৃষ্টি হয় এমন পরিস্থিতি। হোটেল ছেড়ে মিরপুরের বাসায় চলে যান মাশরাফি।
বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, ১৪ নভেম্বর ২০১৬
এসকে/এমআরপি