ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার দুর্দান্ত শুরু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার দুর্দান্ত শুরু ধনাঞ্জয়া ডি সিলভা ও কুশল মেন্ডিস/ছবি: সংগৃহীত

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেই জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে শ্রীলঙ্কা। লাকমল-কুলাসেকাদের বোলিংয়ের সামনে ৮.৩ ওভার বাকি থাকতেই ১৫৪ রানে গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস। ধনাঞ্জয়া ডি সিলভার অপরাজিত ৭৮ রানে সহজ লক্ষ্যটা ২৪.৩ ওভার খেলে আট উইকেট হাতে রেখে টপকে যায় লঙ্কানরা।

ঢাকা: ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেই জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে শ্রীলঙ্কা। লাকমল-কুলাসেকাদের বোলিংয়ের সামনে ৮.৩ ওভার বাকি থাকতেই ১৫৪ রানে গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস।

ধনাঞ্জয়া ডি সিলভার অপরাজিত ৭৮ রানে সহজ লক্ষ্যটা ২৪.৩ ওভার খেলে আট উইকেট হাতে রেখে টপকে যায় লঙ্কানরা।

হারারেতে ম্যাচ সেরা ডি সিলভার সঙ্গে ১২ রানে অপরাজিত থাকেন কুশল মেন্ডিস। কুশল পেরেরা ২১ ও নিরোশান ডিকওয়েলার ব্যাট থেকে আসে ৪১। পেরেরাকে চামু চিবাবা আর নিরোশানের উইকেটটি নেন আরেক পেসার তিনাশে পানইয়াঙ্গারা।

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক উপুল থারাঙ্গা। লঙ্কানদের নিয়ন্ত্রিত বোলিংয়ে দলীয় ৫০ রানের মধ্যেই ছয় উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে জিম্বাবুইয়ানরা। সপ্তম উইকেটে ৫৫ রানের পার্টনারশিপে লজ্জা এড়ান পিটার মুর (৪৭) ও গ্রায়েম ক্রেমার।

অষ্টম উইকেটে ডোনাল্ড তিরিপানোকে (১৯) নিয়ে আরো ৩১ রান যোগ করে ক্রেমার (৩১)। ১১ নম্বরে নামা পানইয়াঙ্গারা ১২ রান করেন। শেষ পর্যন্ত ৪১.৩ ওভারে অলআউট হয় তারা।

সর্বোচ্চ তিনটি উইকেট দখল করেন ডানহাতি পেসার আসিলা গুনারাত্নে। দু’টি করে নেন নুয়ান কুলাসেকারা, সুরাঙ্গা লাকমল ও নুয়ান প্রদীপ। বাকি উইকেটটি বাঁহাতি স্পিনার সাচিত পাথিরানার।

বুধবার (১৬ নভেম্বর) একই গ্রাউন্ডে পরবর্তী ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে লঙ্কানরা। খেলা শুরু বাংলাদেশ সময় দুপুর দেড়টায়।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, ১৪ নভেম্বর, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।