ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

অস্ট্রেলিয়ার মাটিতে ইংল্যান্ড-ক্যারিবীয়দের পাশে প্রোটিয়ারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
অস্ট্রেলিয়ার মাটিতে ইংল্যান্ড-ক্যারিবীয়দের পাশে প্রোটিয়ারা ছবি: সংগৃহীত

টানা পাঁচ টেস্ট হেরে কোনঠাসা ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সমালোচনায় জর্জড়িত স্টিভেন স্মিথরা। হোবার্টে অজিদের ইনিংস ও ৮০ রানে হারের লজ্জায় ডুবিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে দক্ষিণ অাফ্রিকা। এর মধ্য দিয়ে নিজেদের নতুন উচ্চতায় নিয়ে গেছে প্রোটিয়ারা।

ঢাকা: টানা পাঁচ টেস্ট হেরে কোনঠাসা ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সমালোচনায় জর্জড়িত স্টিভেন স্মিথরা।

হোবার্টে অজিদের ইনিংস ও ৮০ রানে হারের লজ্জায় ডুবিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে দক্ষিণ অাফ্রিকা। এর মধ্য দিয়ে নিজেদের নতুন উচ্চতায় নিয়ে গেছে প্রোটিয়ারা।

নাম লিখিয়েছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের পাশে। তৃতীয় দল হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে টানা তিনটি টেস্ট সিরিজ জেতার রেকর্ড গড়লো দ. আফ্রিকা।

এর আগে ২০০৮/০৯ সালে অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের টেস্ট সিরজটি ২-১ ব্যবধানে জিতেছিল প্রোটিয়ারা। ২০১২ সালের নভেম্বর-ডিসেম্বরে আবারো প্রোটিয়াদের কাছে ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজ ১-০ তে হাতছাড়া করে অজিরা।

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টানা তিনটি সিরিজ জয়ের স্বাদ নেয় ইংলিশরা (১৮৮৪-১৮৮৮)। দীর্ঘ সময় পর এমন কীর্তি স্পর্শ করে রেকর্ড-বুকে জায়গা করে নেয় ওয়েস্ট ইন্ডিজ (১৯৮৪-১৯৯২)। ক্যারিবীয়দের পর ২৪ বছরের মাথায় এমন অর্জনে নতুন দল দেখলো ক্রিকেট বিশ্ব।

গত জুলাই-আগস্টে শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয় অজিরা। এবার ঘরের মাটিতে তারই পুনরাবৃত্তির সামনে দাঁড়িয়ে চ্যাপেল-ওয়াহ-পন্টিংদের উত্তরসূরিরা।

অ্যাডিলেড ওভালে গোলাপি বলে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে স্বাগতিকদের সামনে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। আগামী ২৪ নভেম্বর বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় ম্যাচটি শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।