ঢাকা: সম্প্রতিকালের মধ্যে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সবচেয়ে ভয়াবহ সময় কাটছে। টানা পাঁচ টেস্টে হারেই দলের এমন চেহারা।
ক্রিকেট অস্ট্রেলিয়ার এক বিবৃতিতে রড মার্শের পদত্যাগের ব্যাপারটি নিশ্চিত করা হয়।
কোনো ধরনের চাপ নয়, নিজেই দায়-ভার নিয়ে পগত্যাগ করেছেন বলে জানান মার্শ, ‘এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, এর জন্য কেউ আমাকে কোনো ধরনের চাপ দেয়নি বা কেউ পরামর্শও দেয়নি। আমি এই পদে নতুন কাউকে স্বাগতম জানাচ্ছি। আমি এই দলটির জন্য সব সময় ভালো কিছু চিন্তা করেছি, তাই এমন সিদ্ধান্ত। ’
ঘরের মাঠ পার্থে প্রথম টেস্টে বাজে হারের পর হোবার্টে দ্বিতীয় টেস্টে অজি দলে ধস নামে। এক ইনিংস ও ৮০ রানে পরাজয় মানতে হয় স্বাগতিকদের। এমন হারের পর সমালোচনা শুরু হয় পুরো বিশ্বে। আগামী ২৪ নভেম্বর অ্যাডিলেডে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে। ম্যাচটি দিবা-রাত্রির টেস্ট হবে।
বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, ১৬ নভেম্বর, ২০১৬
এমএমএস