ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বিপিএলে চট্টগ্রাম পর্বের পূর্ণাঙ্গ সূচি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
বিপিএলে চট্টগ্রাম পর্বের পূর্ণাঙ্গ সূচি ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০১৬ আসরের প্রথম পর্বের এবার চট্টগ্রাম পর্বের পালা। দ্বিতীয় পর্বকে সামনে রেখে দলগুলো ইতোমধ্যে পাড়ি দিয়েছে বন্দর নগরী চট্টগ্রামে। ১৭ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া এ পর্বে ছয়দিনে মোট ১১ টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০১৬ আসরের প্রথম পর্বের এবার চট্টগ্রাম পর্বের পালা। দ্বিতীয় পর্বকে সামনে রেখে দলগুলো ইতোমধ্যে পাড়ি দিয়েছে বন্দর নগরী চট্টগ্রামে।

১৭ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া এ পর্বে ছয়দিনে মোট ১১ টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম পর্বের সবক’টি ম্যাচ অনুষ্ঠিত হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ১৭ নভেম্বর হতে শুরু হতে যাওয়া পর্বটির পর্দা নামবে ২২ নভেম্বর।

বন্দর নগরী চট্টগ্রামে ২০ তারিখ ছাড়া বাকি পাঁচদিন দু’টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে সময়ে কিছুটা পরিবর্তন করা হয়েছে। দিনের প্রথম ম্যাচ এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে। আর দ্বিতীয় ম্যাচটি এগিয়ে আনা হয়েছে সোয়া এক ঘণ্টা। বিপিএলে ঢাকার প্রথম পর্বে দিনের প্রথম ম্যাচটি যেখানে ২টায় শুরু হতো, সেখানে নতুন নির্ধারিত সময় অনুযায়ী হবে ১টায়। আর দিনের দ্বিতীয় ম্যাচটি সন্ধ্যা ৭টার পরিবর্তে পৌঁনে ছয়টায় মাঠে গড়াবে।

পরিবর্তন করা হয়েছে শুক্রবারের ম্যাচের সময়ও। শুক্রবার দুপুরের ম্যাচ আড়াইটার পরিবর্তে করা হয়েছে দেড়টায়। আর দিবারাত্রির ম্যাচটি সন্ধ্যা সোয়া ৭টার পরিবর্তে সোয়া ৬টায়।

ঢাকা পর্ব-১ শেষে এখন দু’দিনের বিরতি চলছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) থেকে শুরু হবে চট্টগ্রাম পর্ব। প্রথম ম্যাচেই তামিম ইকবালের চিটাগং ভাইকিংসের মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস।

একই দিন সন্ধ্যার ম্যাচে নাঈম-সৌম্যর রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে মুশফিকুর রহিমের বরিশাল বুলস। চট্টগ্রাম পর্ব দিয়ে নতুন সময়সূচি কার্যকর হবে। আগামী ২৫ নভেম্বর থেকে আবারো ঢাকায় ফিরবে বিপিএলের চতুর্থ আসর।

চট্টগ্রাম পর্বের সময়সূচি:

তারিখ                সময়                              দল
১৭.১১.১৬    দুপুর ১.০০ মিনিট    চিটাগং ভাইকিংস বনাম ঢাকা ডায়নামাইটস
১৭.১১.১৬    সন্ধ্যা ৫.৪৫ মিনিট    বরিশাল বুলস বনাম রংপুর রাইডার্স
১৮.১১.১৬    দুপুর ১.৩০ মিনিট    চিটাগং ভাইকিংস বনাম রাজশাহী কিংস
১৮.১১.১৬    সন্ধ্যা ৬.১৫ মিনিট    কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম রংপুর রাইডার্স
১৯.১১.১৬    দুপুর ১.০০ মিনিট    ঢাকা ডায়নামাইটস বনাম খুলনা টাইটান্স
১৯.১১.১৬    সন্ধ্যা ৫.৪৫ মিনিট    কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম রাজশাহী কিংস
২০.১১.১৬    সন্ধ্যা ৫.৪৫ মিনিট    বরিশাল বুলস বনাম খুলনা টাইটান্স
২১.১১.১৬    দুপুর ১.০০ মিনিট    ঢাকা ডায়নামাইটস বনাম রাজশাহী কিংস
২১.১১.১৬    সন্ধ্যা ৫.৪৫ মিনিট    কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম চিটাগাং ভাইকিংস
২২.১১.১৬    দুপুর ১.০০ মিনিট    খুলনা টাইটান্স বনাম রংপুর রাইডার্স
২২.১১.১৬    সন্ধ্যা ৫.৪৫ মিনিট    বরিশাল বুলস বনাম চিটাগাং ভাইকিংস

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ১৬ নভেম্বর, ২০১৬
এমএমএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।