ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

রংপুর রাইডার্সে মিলার ও আনোয়ার আলী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
রংপুর রাইডার্সে মিলার ও আনোয়ার আলী মিলার ও আনোয়ার-ছবি:সংগৃহীত

রংপুর রাইডার্সের সঙ্গে যোগ দিতে যাচ্ছেন দক্ষিণ আফিকার ব্যাটসম্যান ডেভিড মিলার ও পাকিস্তানের অলরাউন্ডার আনোয়ার আলী। চট্টগ্রাম পর্ব থেকেই এ তারকা দুই ক্রিকেটারকে রংপুর রাইডার্সের ডাগ আউটে দেখা যাবে বলে দলটির পক্ষ থেকে জানা গেছে।

ঢাকা: রংপুর রাইডার্সের সঙ্গে যোগ দিতে যাচ্ছেন দক্ষিণ আফিকার ব্যাটসম্যান ডেভিড মিলার ও পাকিস্তানের অলরাউন্ডার আনোয়ার আলী। চট্টগ্রাম পর্ব থেকেই এ তারকা দুই ক্রিকেটারকে রংপুর রাইডার্সের ডাগ আউটে দেখা যাবে বলে দলটির পক্ষ থেকে জানা গেছে।

মূলত দলের ব্যাটিংকে আরো শক্তিশালী করার লক্ষ্যে এ তারকা ক্রিকেটারদের দলে ভিড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়।

গত আসরে তৃতীয়স্থানে থেকে বিপিএল মিশন শেষ করা রংপুর রাইডার্স চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০১৬ আসরে দারুণ সূচনা করেছে। প্রথম দুই ম্যাচে দাপটে জয় তুলে নেওয়ার পর ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে জয়রথ থামে দলটির। প্রথম দু’ম্যাচে দাপুটে ক্রিকেট খেললেও ঢাকার বিপক্ষে ম্যাচে রাইডার্সদের ব্যাটিংটা নড়বড়ে মনে হয়।

ফলে বোলিং বিভাগের সাথে ব্যাটংটা আরো শক্তিশালী গড়ার প্রত্যয়ে দলে নতুন বিদেশি ক্রিকেটার যুক্ত করার দিকে নজর দেয় ফ্যাঞ্চাইজি। ডেভিড মিলার ও পাকিস্তানি অলরাউন্ডার আনোয়ার আলীকে রংপুর রাইডার্সে যুক্ত করার বিষয়টি নিশ্চিত করে দলটির চেয়ারম্যান জানিয়েছেন, ‘আনোয়ার আলী পাকিস্তানি অলরাউন্ডার, সে চট্টগ্রাম ম্যাচে যোগ দেবে ডেভিড মিলারও যোগ দেবে। এ নিয়ে আশাবাদী আমরা, প্রতিটা ম্যাচই আমরা জয়ের জন্য খেলবো। ’

অন্যদিকে নিজেদের পরিকল্পনার কথা জানতে চাইলে দলটির ম্যানেজার সানোয়ার হোসেন জানান, ‘আমরা প্রতিটি ম্যাচে পারফর্ম করার উপর নজর দিচ্ছি। শেষ ম্যাচটা আমরা ভালো করতে পারিনি তাই আমাদের প্রথম লক্ষ্য হলো আগামী ম্যাচটি দিয়ে টুর্নামেন্টে ঘুরে দাঁড়ানো। ’

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ১৬ নভেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।