ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ক্রাইসচার্চে প্রথম দিন বৃষ্টিতে পরিত্যক্ত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৪ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
ক্রাইসচার্চে প্রথম দিন বৃষ্টিতে পরিত্যক্ত ছবি:সংগৃহীত

বৃষ্টির কারণে নিউজিল্যান্ড বনাম পাকিস্তানের মধ্যকার ক্রাইসচার্চে প্রথম টেস্টের প্রথম দিনে একটি বলও মাঠে গড়ায়নি। ফলে আম্পায়াররা প্রথম দিনের খেলাটি পরিত্যক্ত ঘোষণা করেন।

ঢাকা: বৃষ্টির কারণে নিউজিল্যান্ড বনাম পাকিস্তানের মধ্যকার ক্রাইসচার্চে প্রথম টেস্টের প্রথম দিনে একটি বলও মাঠে গড়ায়নি। ফলে আম্পায়াররা প্রথম দিনের খেলাটি পরিত্যক্ত ঘোষণা করেন।

দুই ম্যাচ টেস্টের প্রথমটিতে হেগলি ওভালে মুখোমুখি হয়েছিল স্বাগতিক কিউই ও মিসবাহ উল হকের নেতৃত্বে পাকিস্তান।

এই সিরিজটি পাকিস্তানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ র‌্যাঙ্কিংয়ে দুইয়ে থাকা দলটি ভালো করতে পারলে শীর্ষে থাকা ভারতের বিপক্ষে ব্যবধান কমাতে পারবে।

অন্যদিকে কেন উইলিয়ামসনের দলের জন্য নিজেদের ফিরে পাওয়া সিরিজ এটি। ক’দিন আগেই দলটি ভারতের মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজে ধবলধোলাই হয়েছিল। তাই ঘরের মাঠে ভালো ফলাফল করে এগিয়ে যেতে চায় র‌্যাঙ্কিংয়ে সপ্তমস্থানে থাকা দলটি।

বাংলাদেশ সময়: ১০৪১ ঘণ্টা, ১৭ নভেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।