জহুর আহমেদ স্টেডিয়াম থেকে: বাংলাদেশ দলের তারকা সাব্বির আহমেদকে বড় একটা সার্টিফিকেট দিয়ে দিলেন বিপিএলে তার দল রাজশাহী কিংসের অধিনায়ক ড্যারেন স্যামি।
বরিশাল বুলসের বিপক্ষে সাব্বিরের ১২২ রানের ইনিংস সম্পর্কে বলতে গিয়ে স্যামি সরাসরি বলে দিলেন, ‘সাব্বির একজন দুর্দান্ত ক্রিকেটার।
বৃহস্পতিবার দুপুরে জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামের পাশে মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুশীলন করতে আসে স্যামির দল রাজশাহী কিংস। অনুশীলন শুরুর আগেই সংবাদ মাধ্যমে মুখোমুখি হন দলীয় ক্যাপ্টেন ড্যারেন স্যামি।
শুরুতেই দলে নিউজিল্যান্ড অলরাউন্ড জেমস ফ্রাঙ্কলিন যুক্ত হওয়ায় দলের শক্তি বেড়েছে বলে মন্তব্য করে ওয়েস্ট ইন্ডিজের টি-২০ বিশ্বজয়ী অধিনায়ক বলেন, ‘জেমস ফ্রাঙ্কলিন অনেক অভিজ্ঞতাসম্পন্ন ক্রিকেটার। তার অন্তর্ভুক্তি দলের শক্তি বাড়াবে। ’
জয়ের দ্বারপ্রান্তে গিয়েও কয়েকটা ম্যাচ হেরেছে রাজশাহী কিংস। এনিয়ে আক্ষেপ ঝরেছে স্যামির কণ্ঠে। তিনি বলেন, ‘আমরা কিছু ক্লোজড ম্যাচ হেরেছি। আমরা কিন্তু ২০ রানে ম্যাচ হারিনি। হেরেছি মাত্র ৩-৪ রানে। উইকেটে সেট ব্যাটসম্যানরা এই ম্যাচগুলো শেষ করে দিয়ে আসতে পারতো। কিন্তু তা হয়নি। পাশাপাশি আমরা পরিস্থিতি অনুযায়ী খেলতে পারিনি। কখনও কখনও আমাদের এক-দু রান করে নিলেই হতো, সেখানে আমরা বড় শট খেলতে গিয়ে আউট হয়ে গেছি। যা পরবর্তী ব্যাটসম্যানদের জন্য চাপ হয়ে দাঁড়ায়। তবে সিনিয়ররা দায়িত্ব নিয়ে খেললে পরবর্তী ম্যাচগুলোতে আমরা এই সংকট কাটিয়ে উঠতে পারবো। ’
রাজশাহী কিংসের চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচ ঘরের দল চট্টগ্রাম ভাইকিংসের বিপক্ষে। তাই বাড়তি সতর্ক স্যামির দল।
তিনি বলেন, ‘চট্টগ্রাম ভাইংকিসের এটি ঘরের মাঠ। তাই তারা দর্শকদের বাড়তি সুবিধা পেতে পারে। তবে আমরা আমাদের মতো করে খেললে এই ম্যাচ জেতাও কঠিন হবে না। ’
এবারের বিপিএলের একমাত্র বিদেশি অধিনায়ক ড্যারেন স্যামি। এ নিয়ে উচ্ছ্বাসিত তিনি। তবে দলের সফলতার পেছনে নিজের একার কৃতিত্ব না নিয়ে সেটা দিলেন স্থানীয় ক্রিকেটারদের ওপর। তিনি বলেন, ‘স্থানীয় ক্রিকেটাররা সবাই অনেক ভালো। তারা প্রতিপক্ষের ব্যাটসম্যান-বোলারদের গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করে সবসময়। এটা আমার জন্য বাড়তি সুবিধা। তাদের কল্যাণে আমি নির্ভার থাকতে পারি। ’
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭
টিএইচ/এমআরপি/টিসি