ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

দৃশ্যপট পাল্টাতে একটা ম্যাচ জিততে চান মাশরাফি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৯ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
দৃশ্যপট পাল্টাতে একটা ম্যাচ জিততে চান মাশরাফি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

প্রথম তিন বিপিএলের ট্রফি উঠেছে তার হাতে। তিনি মাশরাফি বিন মর্তুজা। সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশ অধিনায়কের নেতৃত্বে এবারও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কিন্তু বিস্ময়করভাবে দেশের সফলতম অধিনায়কের দল এ পর্যন্ত জেতেনি একটি ম্যাচ। যার ফলাফল পয়েন্ট তালিকায় তলানিতে অবস্থান।

জহুর আহমেদ স্টেডিয়াম থেকে: প্রথম তিন বিপিএলের ট্রফি উঠেছে তার হাতে। তিনি মাশরাফি বিন মর্তুজা।

সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশ অধিনায়কের নেতৃত্বে এবারও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কিন্তু বিস্ময়করভাবে দেশের সফলতম অধিনায়কের দল এ পর্যন্ত জেতেনি একটি ম্যাচ। যার ফলাফল পয়েন্ট তালিকায় তলানিতে অবস্থান।
 
তাই এই হতাশাকে ইতিবাচক পুজি হিসেবে নিতে চাচ্ছেন মাশরাফি।
 
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পাশের মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুশীলন করতে আসে মাশরাফির দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এর এক ফাঁকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মাশরাফি বলেন, ‘আমরা পয়েন্ট তালিকায় একেবারে তলানিতে আছি। আমাদের তাই আর আশা নেই বললেই চলে। ফলে আমাদের হারানোর কিছু নেই। তাই নির্ভার হয়ে খেললে ভালো কিছু আসতে পারে। ’
 
একটা ম্যাচ জেতার আকুতি নিয়ে মাশরাফি বলেন, ‘একটা ম্যাচ জিতলে দৃশ্যপট পাল্টে যেতে পারে। এই একটা ম্যাচ জেতা দলকে তাঁতিয়ে দিতে পারে। ফলে পরবর্তী ম্যাচগুলোতে আমরা ভালো খেলে শুরুর ক্ষতি পুষিয়ে দিতে পারবো। ’

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭
টিএইচ/টিসি/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।