ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

নিউজিল্যান্ডে যাচ্ছেন নাফিস, নাসির, মারুফও!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
নিউজিল্যান্ডে যাচ্ছেন নাফিস, নাসির, মারুফও! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আসন্ন নিউজিল্যান্ড সিরিজের জন্য ইতোমধ্যে ঘোষিত দলের সঙ্গে চলমান বিপিএলে ভালো খেলা আরও কয়েকজন যুক্ত হচ্ছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।

জহুর আহমেদ স্টেডিয়াম থেকে: আসন্ন নিউজিল্যান্ড সিরিজের জন্য ইতোমধ্যে ঘোষিত দলের সঙ্গে চলমান বিপিএলে ভালো খেলা আরও কয়েকজন যুক্ত হচ্ছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। পাশাপাশি তার বক্তব্যে নতুন কয়েকজনকে যুক্ত করতে ঘোষিত দলের পরিবর্তন আসতে পারে-এমন ইঙ্গিতও স্পষ্ট ছিল।

বিশেষ করে কপাল খুলে যেতে পারে বিপিএলের চতুর্থ আসরে দুর্দান্ত খেলা বাংলাদেশ দলের সাবেক ওপেনার শাহরিয়ার নাফিস ও ঢাকা ডাইনামাইটসের ওপেনার মেহেদি মারুফের। পাপনের কথায় এমন ইঙ্গিতই পাওয়া গেল।

বৃহস্পতিবার জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি প্রেসিডেন্ট বলেন, ‘চলমান বিপিএলের সবচেয়ে বড় অর্জন হচ্ছে স্থানীয় ক্রিকেটাররা খুব ভালো করছে। আমাদের তামিম, মুশফিক খুব ভালো খেলছে। সাব্বির আমাদের অসাধারণ একটি ইনিংস উপহার দিয়েছে। নাসিরও খুব ভালো করছে। পুরোনোদের মধ্যে শাহরিয়ার নাফিস ও মেহেদি মারুফ ভালো করছে। ’
 
এর পর-পরেই বিসিবি প্রেসিডেন্ট জানান, ‘বিপিএলে যারা ভালো করছে তাদের কিভাবে এডিশনাল প্লেয়ার হিসেবে যুক্ত করা যায় তা চিন্তা করে আমি দলকে আমার বার্তা দিয়ে দিয়েছি। এ বিষয়ে কোচ, নির্বাচক ও অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানের সঙ্গে কথা বলেছি। ’
 
তিনি আরও বলেন, কয়েকজনকে স্কোয়াডের সঙ্গে কিভাবে যুক্ত করা যায় তা নিয়ে কথা হয়েছে। এজন্য হয়তো ঘোষিত দলে চেঞ্জও আসতে পারে। তবে এখন ঘোষণা না হলেও আমি নিশ্চিত বিপিএল থেকে এক-দু’জন নিউজিল্যান্ড যাবে।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭
টিএইচ/এমআরপি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।