চট্টগ্রাম: শেষ ওভারে জিততে বরিশাল বুলসের দরকার ছিল ২০ রান। স্টাইকে ছিলেন থিসারা পেরেরা।
ম্যাচ শেষে থিসারার স্টাইকে না থাকার আক্ষেপ ঝরেছে বরিশাল বুলসের ব্যাটসম্যান নাদিফ চোধুরীর কণ্ঠে।
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, '৬ বলে ২০ রান তোলা কঠিন। তবে দলের প্ল্যান ছিল শেষ ওভারটা খেলে দেবেন থিসার। সে খেলতে পারলে জিততেও পারতাম আমরা। কিন্তু দূর্ভাগ্য শেষ ওভারের প্রথম বলের পর সে আর স্টাইকই পেল না'
ঢাকার চেয়ে চট্টগ্রামের উইকেট ভালো ছিলো মন্তব্য করে নাদিফ চৌধুরী বলেন,' উইকেট খুব ভালো ছিলো। বল ব্যাটে আসছিল। তবে ১৭৫ রান চেজ করা সহজ না। তবুও কুয়াশার কারণে প্রতিপক্ষের বোলিং করতে কষ্ট হবে এমন আশায় আমরা জেতার প্ল্যান নিয়ে নেমেছিলাম। সেই অনুযায়ী খেলছিলামও। আমরা ভালো ক্রিকেট খেলেছি। কিন্তু কয়েকটি মিসটেকের কারণে ম্যাচটা হেরে গেছি। আগামি ম্যাচগুলোতে এই ভুল কাটিয়ে উঠতে চাই।
বাংলাদেশ সময়: ২২৫১ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
টিএইচ/টিসি