ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

'ক্যাচ মিসে ভয় পেয়ে গিয়েছিলাম'

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
'ক্যাচ মিসে ভয় পেয়ে গিয়েছিলাম' ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মুশফিকের আউটের পর মনে হচ্ছিল ম্যাচটা খুব বাজেভাবে হেরে যাচ্ছে বরিশাল বুলস। কিন্তু না। দেখেশুনে শুরু করা নাদিফ চৌধুরী সচিত্রা সেনানায়েকের এক ওভারেই তিন ছক্কাসহ তুলে নিলেন ২৪ রান।

চট্টগ্রাম: মুশফিকের আউটের পর মনে হচ্ছিল ম্যাচটা খুব বাজেভাবে হেরে যাচ্ছে বরিশাল বুলস। কিন্তু না।

দেখেশুনে শুরু করা নাদিফ চৌধুরী সচিত্রা সেনানায়েকের এক ওভারেই তিন ছক্কাসহ তুলে নিলেন ২৪ রান।

এই ওভারের পর ম্যাচটা হারা তো দূরের কথা, জেতার সুযোগই তৈরি হলো বরিশাল বুলসের সামনে। এমন সময় নাদিফ চৌধুরীর ক্যাচ ফেলেন রোবেল হোসেন। এই ক্যাচ ছাড়ার পর ভয়ই পেয়ে গিয়েছিলেন রংপুর রাইডার্সের অধিনায়ক নাঈম ইসলাম।

যদিওবা এর কিছৃক্ষণ পরেই ফিরছেন নাদিফ চৌধুরী। রংপুরও পেল কাঙ্ক্ষিত জয়।

ম্যাচ শেষে নাঈম ইসলাম বলেন, টি-২০ তে একটা ক্যাচ মিস অনেক বড় কিছু। একটা মিসই ম্যাচ হারিয়ে দিতে পারে। তাই ভয় পেয়ে গেছিলাম ওই ক্যাচ মিস হবার পর। এছাড়া আরও একটা ক্যাচ মিস হয়েছে। এগুলো না হলে আরও আগে জিততে পারতাম।

বাংলাদেশ সময়: ২৩৪৩ ঘণ্টা, নভেম্বর ১৭,২০১৬
টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।