ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রথম নারী হিসেবে টানা তিন সেঞ্চুরির রেকর্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
প্রথম নারী হিসেবে টানা তিন সেঞ্চুরির রেকর্ড অ্যামি শ্যাটারওয়েইট-ছবি:সংগৃহীত

প্রথম কোনো নারী ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে টানা তিন সেঞ্চুরির রেকর্ড গড়লেন নিউজিল্যান্ড নারী দলের ব্যাটসম্যান অ্যামি শ্যাটারওয়েইট। আর তার ব্যাটে চড়েই পাকিস্তান নারী দলকে ৫-০তে হোয়াইটওয়াশ করলো কিউইরা।

ঢাকা: প্রথম কোনো নারী ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে টানা তিন সেঞ্চুরির রেকর্ড গড়লেন নিউজিল্যান্ড নারী দলের ব্যাটসম্যান অ্যামি শ্যাটারওয়েইট। আর তার ব্যাটে চড়েই পাকিস্তান নারী দলকে ৫-০তে হোয়াইটওয়াশ করলো কিউইরা।

এদিন ৯৯ বলে ১২৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন শ্যাটারওয়েইট। এই সিরিজেই আগের দুই ম্যাচে দুই সেঞ্চুরি পেয়েছিলেন তিনি।

এমন কীর্তি গড়ে নিউজিল্যান্ডের নেতৃত্ব দেওয়া এ ক্রিকেটার ‍এক কথায় নাম লেখালেন পুরুষ ক্রিকেটার জহির আব্বাস, সাঈদ আনোয়ার, হার্সেল গিবস ও কুমার সাঙ্গাকারাদের পাশে। তবে নারী ক্রিকেটে এই প্রথম হলেও মোট সাতজন পুরুষ ক্রিকেটার এর আগে টানা তিন সেঞ্চুরির রেকর্ডে নাম লিখিয়েছেন।

১৯৮৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে টানা দুই ওয়ানডেতে সেঞ্চুরি করেছিলেন অস্ট্রেলিয়ান নারী দলের ব্যাটসম্যান জিল কেনার। তখন সেটিই ছিল সবচেয়ে বড় অর্জন। এরপর শ্যাটারওয়েইটের আগে আরও চারজন ব্যাটসম্যান টানা দুই ওয়ানডেতে সেঞ্চুরি করেছেন। নিউজিল্যান্ডের ডেবি হকলি, অস্ট্রেলিয়ার ক্যারেন রোল্টন ও মেগ ল্যানিং, ইংল্যান্ডর টামি বিউমন্ট। কিন্তু কেউই রেকর্ডটা ভাঙতে পারেননি। অবশেষে কেনারের রেকর্ডের ৩১ বছর পর শ্যাটারওয়েইট ভেঙে দিলেন দুই সেঞ্চুরির দেয়াল, নিজেকে নিয়ে গেলেন নতুন উচ্চতায়।

পুরুষদের হয়ে প্রথম রেকর্ডের মালিক হন পাকিস্তানের কিংবদন্তি জহির আব্বাস। ১৯৮২ সালে তিনি ভারতের বিপক্ষে টানা তিন সেঞ্চুরি করে নিজেকে নিয়ে গিয়েছিলেন অন্য উচ্চতায়। আর তার পাশে অন্য কাউকে আসতে অপেক্ষা করতে হয়েছে আরও ১১ বছর।

১৯৯৩ সালে আরেক পাকিস্তানি ব্যাটসম্যান সাঈদ আনোয়ার টানা তিন সেঞ্চুরি করে ছুঁলেন আব্বাসকে। পরে এ দু’জনের পাশে এসে বসেছেন হার্শেল গিবস, এবি ডি ভিলিয়ার্স, কুইন্টন ডি কক ও রস টেইলর। কিন্তু কেউই সংখ্যাটাকে তিন থেকে চারে নিয়ে যেতে পারেননি। গত বছর বিশ্বকাপে টানা চার সেঞ্চুরি করে সেই দেয়াল ভাঙলেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা। ছাড়িয়ে গেলেন সবাইকে।

ক’দিন আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে টানা তিন সেঞ্চুরি করেছেন পাকিস্তানের বাবর আজমও। আর তার সামনে রয়েছে সাঙ্গাকারার রেকর্ড স্পর্শ করার হাতছানি। কারণ এর পর আর কোনো ম্যাচ খেলেননি তিনি।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, ১৯ নভেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।