ঢাকা: অনূর্ধ্ব-১৯ দল থেকে সরাসরি জাতীয় দলে খেলছেন মেহেদি হাসান মিরাজ। অফস্পিনে দ্যুতি ছড়িয়ে অভিষেকেই সবার নজড় কেড়েছেন অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক।
মিরাজ অনূর্ধ্ব-১৯ দল ছাড়তেই তার বিকল্প হিসেবে দলে এসেছেন আরেক অফস্পিনার নাঈম হাসান। মিরাজকে আইডল মানেন পাঁচ ফুট ১০ ইঞ্চি উচ্চতার এ স্পিনার, ‘মিরাজ ভাই খুব ভালো বোলার। ওনাকে আইডল মানি। অনূর্ধ্ব-১৯ দলকে অনেক সাফল্য এনে দিয়েছেন। আমারও লক্ষ্য দেশের হয়ে যত ভালো বোলিং করা যায়। ’
ডিসেম্বরে শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রস্তুতির জন্য শনিবার (১৯ নভেম্বর) থেকে মিরপুর একাডেমি মাঠে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল।
কঠোর অনুশীলন শেষে এশিয়া কাপে ব্যক্তিগত ও দলীয় লক্ষ্য নিয়ে নাঈম বলেন, ‘চিন্তা থাকবে ডট বল দেওয়ার। ডট বল দিলে এমনিতেই উইকেট পড়বে। এশিয়া কাপে দশ ওভার বল করবো, ত্রিশের নিচে রান দেব। এমন লক্ষ্যস্থির করেছি। এজন্য উইকেটটা বুঝতে হবে। এখানকার উইকেট আর শ্রীলঙ্কার উইকেট এক হবে না। আমরা সবাই কথা বলছি যে ভালো ক্রিকেট খেলবো। চ্যাম্পিয়ন হওয়া ভাগ্যের ব্যাপার। সেটা এখনই বলতে পারছিনা। তবে ভালো ক্রিকেট খেলবো। ’
নাঈমের উচ্চতা ও শারিরীক গড়ন দেখলে যে কেউই ধরে নেবেন পেসার বুঝি! উচ্চতার কারণে বোলিংয়ে বেশ সুবিধাও পান বলে জানালেন এ তরুণ, ‘উচ্চতার জন্য বাউন্স ও টার্ন বেশি পাওয়া যায়। ফ্লাইট বেশি দিতে পারি। ’
বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, ১৯ নভেম্বর, ২০১৬
এসকে/এমএমএস