ঢাকা: ক্রাইসচার্স টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে আট উইকেটের বড় ব্যবধানে হেরে গেল পাকিস্তান। আর এ ম্যাচ হারের ফলে শেষ সাত সিরিজের প্রথম কোনো ম্যাচ হারল দলটি।
স্কোর: পাকিস্তান-১৩৩ ও ১৭১
নিউজিল্যান্ড-২০০ ও ১০৮/২ (৩১.৩ ওভার)
১০৫ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে দুই উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কিউইরা। দলের হয়ে সর্বোচ্চ ৬১ রান করেন অধিনায়ক কেন উইলিয়ামসন। ৩৬ রানে অপরাজিত থাকেন অভিষেক ম্যাচ খেলতে নামা ওপেনার জিত রাভাল। প্রথম ইনিংসেও তিনি ৫৫ রান করেছিলেন। তার ব্যাটেই জয়সূচক ১০৮ রান করে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
এর আগে চতুর্থ দিনে ১২৯ রানে সাত উইকেট হারানো পাকিস্তান শেষ দিনে আরও ৪২ রান যোগ করে বাকি উইকেট হারায়। ১৭১ রানে শেষ হয় তাদের দ্বিতীয় ইনিংস। সর্বোচ্চ ৪০ রান করেন সোহেল খান। কিউই বোলারদের মধ্যে তিনটি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট টিম সাউদি ও নেইল ওয়াগনার। প্রথম ইনিংসে অভিষেকে ছয় উইকেট নিয়ে রেকর্ড গড়া কলিন ডি গ্রান্ডহোম দ্বিতীয় ইনিংসে একটি উইকেট নেন। ম্যাচ সেরার পুরস্কারও তার হাতে ওঠে।
ক্রাইসচার্চে টেস্টে প্রথম দিন বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি। তবে এ ম্যাচ জয়ের ফলে দুই ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেল নিউজিল্যান্ড। আগামী ২৫ নভেম্বর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, ২০ নভেম্বর, ২০১৬
এমএমএস