ঢাকা: নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টনে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলছেন না পাকিস্তানের অধিনায়ক মিসবাহ উল হক। ক্রাইসচার্চে প্রথম টেস্ট চলাকালীন শ্বশুরের মৃত্যুতে দেশে ফেরত যান তিনি।
মিসবাহ’র চলে যাওয়ায় পাকিস্তান দলে বেশ প্রভাব পড়তে পারে। কারণ দলটিকে ৫০ টেস্টে নেতৃত্ব দেওয়া এ তারকা মিডলঅর্ডারে ছিলেন কার্যকরী ব্যাটসম্যান। সর্বশেষ ছয় বছর তার ব্যাটে কখনো ৪০ এর নিচে গড় যায়নি।
৪২ বছর বয়সী মিহবাহ’র পরিবর্তে দলে এখনও কারও নাম ঘোষণা করা হয়নি। তবে একাদশে মোহাম্মদ রিজওয়ান অথবা শারজিল খান ঢুকতে পারেন। তারা এই সফরেই দলের অতিরিক্ত ব্যাটসম্যান হিসেবে ছিলেন।
২০১০ সালে পাকিস্তানের অধিনায়ক হওয়ার পর একটি টেস্টেই বাদ পড়েছিলেন মিসবাহ। স্লো ওভার রেটের নিষেধাজ্ঞার কারণে ২০১২ সালে গল টেস্টে ছিলেন না তিনি। ক্রাইসচার্চে মিসবাহ’র ব্যাট থেকে আসে ৩১ ও ১৩ রান।
বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, ২০ নভেম্বর, ২০১৬
এমএমএস