ঢাকা: যুক্তরাষ্ট্রের মাটিতে ক্রিকেটকে জনপ্রিয় করতে গত বছর সাবেক তারকাদের নিয়ে অলস্টারস ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছিলেন দুই কিংবদন্তি শেন ওয়ার্ন ও শচীন টেন্ডুলকার। তবে চলতি বছর আসরটি না হলেও ২০১৭ সালে আবারও বসছে।
এরই মধ্যে আসছে টুর্নামেন্টে ২৫ জন তারকা ক্রিকেটারের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।
এবারও সাবেক তারকাদের মধ্যে নেই কোনো বাংলাদেশি ক্রিকেটারের নাম। গতবার এটি নিয়ে শচীনকে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছিলেন, ‘বাংলাদেশের সাকিব আল হাসান তারকা ক্রিকেটারদের মধ্যে অন্যতম। তবে, তিনি এখনও জাতীয় দল থেকে অবসর নেননি। তাই আপাতত বাংলাদেশ থেকে কোনো ক্রিকেটার তারা বাছাই করেননি। পরবর্তীতে হয়তো কোনো বাংলাদেশি ক্রিকেটারকে এই আসরে দেখা যাবে। ’
গতবারের ক্রিকেটারদের মধ্যে এবারও থাকছেন কুমার সাঙ্গাকারা, ম্যাথিউ হেইডেন, মাইকেল ভন, ওয়াসিম আকরামের মতো তারকারা।
তবে নতুন করে যোগ দিচ্ছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্র্যান্ডন ম্যাককালাম, অস্ট্রেলিয়ান পেসার মিচেল জনসন, মাইকেল ক্লার্ক ও ইংল্যান্ডের কেভিন পিটারসেন। তালিকায় পিটারসেনের নাম অবশ্য কিছুটা বিস্ময়ই জাগিয়েছে। কারণ আন্তর্জাতিক ক্রিকেট থেকে এখন পর্যন্ত এ ব্যাটসম্যান অবসরের ঘোষণা দেননি।
গতবার নিউইয়র্ক, হাউসটন ও লস অ্যাঞ্জেলসে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। সেবার তিন ম্যাচেই শচীন টেন্ডুলকারদের হারিয়ে ট্রফি জিতেছিল ওয়ার্নের নেতৃত্বে থাকা দলটি।
২০১৭ সালের নিশ্চিত হওয়া ক্রিকেটাররা:
ব্রায়ান লারা (ওয়েস্ট ইন্ডিজ), শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া), জ্যাক ক্যালিস (দ. আফ্রিকা), কেভিন পিটারসেন (ইংল্যান্ড), ব্র্যান্ডন ম্যাককালাম (নিউজিল্যান্ড), গ্লেন ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া), ওয়াসিম আকরাম (পাকিস্তান), রিকি পন্টিং (অস্ট্রেলিয়া), শোয়েব আখতার (পাকিস্তান), কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা), মাহেলা জয়াবর্ধনে (শ্রীলঙ্কা), মাইকেল ক্লার্ক (অস্ট্রেলিয়া), গ্রায়েম স্মিথ (দ.আফ্রিকা), শন পোলক (দ. আফ্রিকা), মাইকেল ভন (ইংল্যান্ড), মিচেল জনসন (অস্ট্রেলিয়া), ম্যাথিউ হেইডেন (অস্ট্রেলিয়া), অ্যাডাম গিলক্রিস্ট (অস্ট্রেলিয়া), গ্রায়েম সোয়ান (ইংল্যান্ড), জন্টি রোডস (দ. আফ্রিকা), ড্যানিয়েল ভেট্টোরি (নিউজিল্যান্ড), ড্যারেন গফ (ইংল্যান্ড), অ্যান্ড্রু সাইমন্ডস (অস্ট্রেলিয়া), অ্যালান ডোনাল্ড (দ. আফ্রিকা), স্টিফেন ফ্লেমিং (নিউজিল্যান্ড)।
বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, ২০ নভেম্বর, ২০১৬
এমএমএস