ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ইমরান খানের তৃতীয় বিয়ের ইঙ্গিত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
ইমরান খানের তৃতীয় বিয়ের ইঙ্গিত ছবি: সংগৃহীত

আবারো বিয়ের পিঁড়িতে বসার ইঙ্গিত দিলেন পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান। কিংবদন্তি এই পেস অলরাউন্ডার এর আগে দু’বার বিয়ে করেছেন। তবে, দু’বারই তার সংসার টেকেনি।

ঢাকা: আবারো বিয়ের পিঁড়িতে বসার ইঙ্গিত দিলেন পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান। কিংবদন্তি এই পেস অলরাউন্ডার এর আগে দু’বার বিয়ে করেছেন।

তবে, দু’বারই তার সংসার টেকেনি।

পাকিস্তানের রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান সম্প্রতি ইংল্যান্ড সফরে গিয়ে তৃতীয় বিয়ের ইঙ্গিত দেন। সেখানে বন্ধুর বোনের বিয়েতে উপস্থিত হয়ে তিনি জানান, ‘বিয়ের ব্যাপারে আমি কাউকে সেরা পরামর্শ দিতে পারি না। কারণ, এক্ষেত্রে আমার ট্র্যাক রেকর্ড ভালো না। হয়তো তৃতীয়বার আমি ভাগ্যবান হবো। ’

তবে, তৃতীয়বারের মতো কাকে, কখন বিয়ে করবেন সেটি জানাননি ইমরান খান। এর আগে ১৯৯৫ সালে ব্রিটিশ ধনকুব গোল্ডস্মিথের মেয়ে ব্রিটেনের নাগরিক জেমিমাকে বিয়ে করেন তিনি। ২০০৪ সালে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। পরে সাংবাদিক রেহাম খানকে বিয়ে করেন পাকিস্তানের সাবেক দলপতি। কিন্তু খুব অল্পদিনের মধ্যে তাদেরও বিচ্ছেদ হয়ে যায় গত বছরের অক্টোবরে।

এবার ইমরানের কথা থেকে বোঝা যাচ্ছে, কিছুদিনের মধ্যেই হয়তো নতুন কাউকে দেখা যাবে তার জীবনে।

সম্প্রতি গুজব ওঠে, জেমিমা খান ও রেহাম খানের পর ইমরানের তৃতীয় স্ত্রী হতে পারেন মরিয়াম নামক এক নারী। যিনি পাকিস্তানের খ্যাতনামা মানেকা পরিবারের মেয়ে। যদিও ইমরান খান এবং তার ঘনিষ্ঠরা এই সংবাদকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন।

৬৪ বছর বয়সী ইমরান এক ধর্মীয় গুরুর পরামর্শেই নাকি আবারো বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন। আর সেটিও পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারার আশায়। তার ধর্মীয় গুরু এমনটাই আভাস দিয়েছেন বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, ২০ নভেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।