ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বোলিং শুরু করেছেন এবাদত

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
বোলিং শুরু করেছেন এবাদত

ইনজুরির কারণে বিপিএলে রাজশাহী কিংসের হয়ে মাঠে নামতে পারছেন না পেসার এবাদত হোসেন। প্রথমবার বিপিএলে খেলার সুযোগ কেড়ে নিয়েছে এই পেসারের সাইড স্ট্রেইনের চোট। 

ঢাকা: ইনজুরির কারণে বিপিএলে রাজশাহী কিংসের হয়ে মাঠে নামতে পারছেন না পেসার এবাদত হোসেন। প্রথমবার বিপিএলে খেলার সুযোগ কেড়ে নিয়েছে এই পেসারের সাইড স্ট্রেইনের চোট।

 

নেটে বোলিং শুরু করতে পারায় ডিসেম্বরে অস্ট্রেলিয়ায় বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্পে থাকার ব্যাপারে আশাবাদী হয়ে উঠছেন এবাদত। পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকা এবাদত রোববার (২০ নভেম্বর) থেকে বোলিং শুরু করেছেন। বোলিং কোচ কোর্টনি ওয়ালশের পরামর্শে ছোট রান আপে চার ওভার বোলিং করেছেন ২১ বছর বয়সী এ তরুণ।  

বাংলানিউজকে এ বোলার জানান, ‘৩৫ শতাংশ ইনটেনসিটিতে বোলিং করেছি। আশা করি এ সপ্তাহের মধ্যেই ৫০ শতাংশ ইনটেনসিটিতে বোলিং করতে পারবো। বিপিএল খেলা হচ্ছে না। তবে অস্ট্রেলিয়ায় ক্যাম্পের আগে ফিট হওয়ার ব্যাপারে আশাবাদী আমি। ’

গত ২৩ অক্টোবর চট্টগ্রামে জাতীয় দলের নেটে বোলিং করার সময় সাইড স্টেইনের ইনজুরিতে পড়েন এবাদত। যদিও ০৪ নভেম্বর ঘোষিত নিউজিল্যান্ড সিরিজের জন্য অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ক্যাম্পের ২২ সদস্যের স্কোয়াডে রাখা হয়েছে তাকে।  

রবি ফাস্ট বোলার হান্ট থেকে উঠে আসা এবাদত বিসিবি একাদশের হয়ে ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে সফল হন। জেসন রয় ও জেমস ভিন্স’কে সাজঘরে পাঠান এ পেসার। নিখুঁত লাইন-লেন্থে বোলিং করে নজর কাড়েন তিনি।

আগামী ০৯ ও ১০ ডিসেম্বর দুই ভাগে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। ক্যাম্পে এবাদতের থাকা নির্ভর করছে ফিটনেসের উপর। বিপিএল খেলার সুযোগ হারালেও প্রথমবারের মতো জাতীয় দলের ক্যাম্পে থাকার সুযোগ হারাতে চান না সিলেটের এই তরুণ।

সিডনিতে ১০ দিনের ক্যাম্প শেষে নিউজিল্যান্ডে যাবে চূড়ান্ত দল। কিউইদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট খেলার কথা টাইগারদের। ২৬ ডিসেম্বর ক্রাইস্টচার্চে ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ২০ নভেম্বর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।