ঢাকা: বিশাখাপত্তমে ভারতের বিপক্ষে ধৈয্যশীল ব্যাটিংয়ের অগ্নিপরীক্ষাই দিচ্ছে ইংল্যান্ড। ৪০৫ রানের লক্ষ্যে খেলতে নেমে চতুর্থ দিন শেষে তাদের সংগ্রহ দুই উইকেটে ৮৭।
স্কোর: ভারত - ৪৫৫ ও ২০৪
ইংল্যান্ড - ২৫৫ ও ৮৭/২ (৫৯.২ ওভার)
অশ্বিন-জাদেজাদের বোলিংয়ের সামনে ধীরগতির ব্যাটিংয়ের দৃষ্টান্তই স্থাপন করেন অ্যালিস্টার কুক ও তরুণ হাসিব হামিদ। ভারতের মাটিতে চতুর্থ ইনিংসে ওপেনিং জুটিতে সবচেয়ে বেশি ওভার খেলার নতুন রেকর্ড (২০০০ সালের পর) গড়েন এ দু’জন।
৫১তম ওভারে দলীয় ৭৫ রানের মাথায় ইংলিশদের ওপেনিং জুটি ভাঙে। নিচু বলে হামিদকে (১৪৪ বলে ২৫) এলবিডব্লুর ফাঁদে ফেলেন প্রথম ইনিংসের পাঁচ উইকেটশিকারি রবিচন্দ্রন অশ্বিন। দিনের শেষ ওভারে কুকও এলবিডব্লু’র হতাশায় ডোবেন। রবিন্দ্র জাদেজার বলে আউট হওয়ার আগে ১৮৮ বলে ৫৪ রান করেন ইংলিশ দলপতি। ৫ রানে (২৩ বল) অপরাজিত থেকে মাঠ ছাড়েন জো রুট।
এর আগে তিন উইকেটে ৯৮ রান নিয়ে রোববার (২০ নভেম্বর) চতুর্থ দিনের ব্যাটিংয়ে নামেন অধিনায়ক বিরাট কোহলি ও অজিঙ্কা রাহানে। ১৯ রান যোগ হতেই সাজঘরে ফেরেন রাহানে (২৬)। দু’জনের পার্টনারশিপে আসে ৭৭।
ব্রড-রশিদের বোলিং তোপে শেষ পর্যন্ত ২০৪ রানে গুটিয়ে যায় টিম ইন্ডিয়ার ইনিংস। সর্বোচ্চ ৮১ রান করেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান (১৬৭) কোহলি। দশম উইকেট জুটিতে ৪২ রান যোগ করেন মোহাম্মদ শামি (১৯) ও জয়ন্ত যাদব (২৭ অপ.)। চারটি করে উইকেট দখল করেন পেসার স্টুয়ার্ট ব্রড ও লেগস্পিনার আদিল রশিদ। বাকি দু’টি নেন জেমস অ্যান্ডারসন ও মঈন আলী।
বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
এমআরএম