ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রাজশাহী কিংসে যুবাদের সহ-অধিনায়ক ধ্রুব

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
রাজশাহী কিংসে যুবাদের সহ-অধিনায়ক ধ্রুব

প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করে বিপিএলে দল পেয়েছেন অনূর্ধ্ব-১৯ দলের সহ-অধিনায়ক আফিফ হোসেন ধ্রুব। রাজশাহী কিংসে যোগ দিয়েছেন এ বাঁহাতি ওপেনার। 

ঢাকা: প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করে বিপিএলে দল পেয়েছেন অনূর্ধ্ব-১৯ দলের সহ-অধিনায়ক আফিফ হোসেন ধ্রুব। রাজশাহী কিংসে যোগ দিয়েছেন এ বাঁহাতি ওপেনার।

 

ডিসেম্বরে শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য যুব এশিয়া কাপে অংশ নেওয়ার জন্য বিকেএসপিতে দুই সপ্তাহের ক্যাম্পে তিনটি অনুশীলন ম্যাচ খেলে বাংলাদেশ দল। সেখানে ধ্রুব প্রথম ম্যাচে দেড়শ রানের ইনিংস খেলেন। পরের ম্যাচে আবার সেঞ্চুরি, তৃতীয় ম্যাচে খেলেন সত্তরোর্ধ্ব ইনিংস।

টপঅর্ডারে একজন ইনফর্ম ব্যাটসম্যান চাইছিল রাজশাহী কিংস। ধ্রুবকে নিতে তাই বিলম্ব করেনি ফ্র্যাঞ্চাইজিটি। বিপিএল অভিষেকের অপেক্ষায় এখন বিকেএসপির এ ছাত্র।

ধ্রুব’র ভবিষ্যত সম্ভাবনা নিয়ে বয়সভিত্তিক দলের নির্বাচক এহসানুল হক সেজান বলেন, ‘অনুশীলন ম্যাচে ধ্রুব অসাধারণ ব্যাটিং করেছে। প্রতিটা ম্যাচেই রান করেছে। এজন্যই রাজশাহী কিংস তাকে দলে নিয়েছে। সে খুব ভালো ব্যাটসম্যান। আশা করি ম্যাচ খেলার সুযোগ পেলে ভালো করবে। ’

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ২০ নভেম্বর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।